ভোট দিন এবার হোয়াটসঅ্যাপে! নতুন পোল ফিচার কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
চ্যাটিংয়ের ক্ষেত্রে সম্প্রতি ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে হাজির হল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। Meta মালিকানাধীন কোম্পানিটি কর্তৃক আনীত হোয়াটসঅ্যাপ পোলস (WhatsApp Polls) নামক এই নয়া ফিচারটি Android এবং iOS উভয় ব্যবহারকারীদের জন্যই রোলআউট করা হচ্ছে। ফলে ফোনে অ্যাপটির লেটেস্ট ভার্সন ইন্সটল করা থাকলেই ইউজাররা এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। নয়া ফিচারটির সহায়তায় কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত নেওয়ার জন্য গ্রুপের মধ্যেই ভোট করা যাবে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট উভয়ের জন্যই WhatsApp Polls ফিচারটি হাজির হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, দুই ধরনের চ্যাটের ক্ষেত্রেই পোলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে।
এবার চ্যাটে কারোর জিজ্ঞাসা করা প্রশ্নে নিজেদের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন WhatsApp ইউজাররা
রিপোর্ট অনুযায়ী, নয়া ফিচারটির সহায়তায় ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নির্দিষ্ট টপিকের ওপর ভিত্তি করে এবং একটি নির্দিষ্ট অপশনে ট্যাপ করে নিজেদের ভোট দিতে পারবেন। তদুপরি, ভোট দেওয়ার কিছু সময় পরে কিংবা তৎক্ষণাৎ তার ফলাফলও জানতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ সহজে বললে, গ্রুপে কোনো বিষয়ে কেউ কিছু জিজ্ঞাসা করলে অন্যান্য সদস্যরা ভোটের মাধ্যমে সেটির উত্তর দিতে পারবেন। জানা গিয়েছে যে, একটি পোলের জন্য ১২ টি পর্যন্ত অপশন দিতে পারবেন ইউজাররা। সেক্ষেত্রে যদি কেউ একটি অপশনকে ভুল করে সিলেক্ট করে ফেলেন, তাহলে তিনি নিজের ভুল শোধরানোর সুযোগ পাবেন; অর্থাৎ আগের অপশনটিকে ডিসিলেক্ট করে পুনরায় অন্য একটি বিকল্পকে চুজ করতে পারবেন। এছাড়া, নিজেদের মতামত দেওয়ার জন্য ইউজারদেরকে একাধিক ভোটিং অপশন সিলেক্ট করার সুযোগও দিচ্ছে হোয়াটসঅ্যাপ। আর আগেই বলেছি যে, গ্রুপের পাশাপাশি পার্সোনাল চ্যাটের ক্ষেত্রেও এই ফিচারটিকে ব্যবহার করা যাবে।
মার্কেটে উপলব্ধ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে জোর টক্কর দিতেই WhatsApp Polls ফিচার নিয়ে হাজির হয়েছে সংস্থাটি
প্রসঙ্গত জানিয়ে রাখি, ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger) এবং টেলিগ্রাম (Telegram)-এ ইতিমধ্যেই এই ফিচারটি উপলব্ধ রয়েছে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে হালফিলে এই নয়া ফিচারটির আগমন ঘটায় সংস্থাটি এবার অন্যান্য সমসাময়িক মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে যে জোর টক্কর দিতে সক্ষম হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকাল প্রায় সকলেরই দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গিয়েছে। ফলে অ্যাপটিতে ভোট দেওয়ার এই নতুন ফিচার মতামত সংগ্রহের ক্ষেত্রে দারুণ কাজে আসবে, এবং ইউজারদের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।
চ্যাটে WhatsApp Polls কীভাবে তৈরি করা যাবে?
- অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজাররা ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি ইন্সটল করুন।
- এরপরে যে-কোনো ব্যক্তিগত অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
- পোল তৈরি করার জন্য আইওএস গ্রাহকরা চ্যাট বক্সের পাশে '+' আইকনে ট্যাপ করুন। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চ্যাট বক্সের পাশে পেপারক্লিপ আইকনটি সিলেক্ট করুন।
- এবার আইওএস ও অ্যান্ড্রয়েড গ্রাহকরা ফোনে একটি মেনু দেখতে পাবেন, যেখানে সবার শেষে পোলস (Polls) অপশনটি থাকবে; সেটিকে সিলেক্ট করুন।
- পোলস অপশন সিলেক্ট করার পরে স্ক্রিনে নতুন মেনু ওপেন হবে। এখানে গ্রাহকরা যে বিষয়ে ভোট নিতে চাইছেন, সেই সম্পর্কিত প্রশ্নটি টাইপ করে অপশনগুলি এন্টার করে ফেলুন। মনে রাখবেন যে, সর্বোচ্চ ১২ টি অপশন দেওয়া যাবে।
- সব অপশন টাইপ করা হয়ে গেলে সেন্ড (Send) অপশনটি সিলেক্ট করুন। এবার চ্যাটে আপনার প্রশ্নটি সব অপশনের সঙ্গে পোস্ট হয়ে যাবে।