প্রিয়জনের মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে এবার নোটিফিকেশন পাঠাবে WhatsApp

মেসেজ রিসিভ হয়েছে অনেকক্ষণ। কিন্তু, রিপ্লাই দিতে ভুলে গেছেন। এই বিব্রতকর অবস্থা থেকে বাঁচাবে খোদ WhatsApp। রিপ্লাই দিতে ভুলে গেলে অ্যাপ থেকে পাঠানো হবে নোটিফিকেশন।

Update: 2024-12-09 14:18 GMT

আরও মজাদার ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp। শীঘ্রই Android ফোনে উপলব্ধ হবে বৈশিষ্ট্যটি। এবার থেকে মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফাই করবে খোদ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এই ফিচার নিয়ে বিটা ইউজারদের জন্য পরীক্ষা শুরু করল সংস্থা। এটি চালু হলে বিব্রতকর পরিস্থিতির হাত থেকে বাঁচবেন অনেকেই, মনে করছে মেটা।

অনেক সময় মেসেজ রিসিভ হলেও, তার রিপ্লাই দিতে ভুলে যান অনেকে। পরে গিয়ে দেখা যায়, সময় মতো সেই মেসেজটির রিপ্লাই দেওয়া হয়নি, বা কাজের মাঝে কোনও জরুরি মেসেজের প্রতিক্রিয়া দিতে ভুলে গেছেন। এই সমস্ত ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

Wabetainfo এর রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে, ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে ফিচারটি। শুধু মেসেজ নয়, স্ট্যাটাস মিস করে গেলেও নোটিফাই করবে অ্যাপ।

কীভাবে কাজ করবে ফিচারটি?

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ইউজার যে কন্ট্যাক্ট-এর সঙ্গে বেশি ঘনিষ্ঠ সেটি মনিটরিং করবে একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম। এর উপর ভিত্তি করে আপনি যদি ওই সমস্ত চ্যাটের মেসেজে রিপ্লাই দিতে ভুলে যান, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। এটি সেইসব চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সঙ্গে আপনি বেশি কথা বলেন। এই পদ্ধতিতে যে ডেটা থাকবে, তা লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে সংস্থা।

আপনি চাইলে এখনই, বিটা প্রোগ্রামে সাইনআপ করে এই ফিচারটি পরীক্ষা করতে পারেন। আশা করা হচ্ছে, আগামী স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য রোল আউট শুরু হবে। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে এটি পাওয়া যাবে। যদি ফিচারটি ব্যবহার করতে ব্যর্থ হোন, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভার্সন আপডেট করুন।

Tags:    

Similar News