WhatsApp হ্যাক হয়ে গিয়েছে আপনার! অ্যাপে এই পরিবর্তনগুলি দেখলেই সাবধান

ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে, ততই নানা কৌশলে হ্যাক করার চেষ্টা করছে সাইবার অপরাধীরা। আপনার অ্যাপে যদি এই সমস্ত বদল দেখে থাকেন তাহলে বুঝবেন হ্যাক হয়েছে হোয়াটসঅ্যাপ।

Update: 2024-12-11 07:18 GMT

WhatsApp Account Hacked

WhatsApp হ্যাক করার জন্য নানা কৌশল খুঁজে বের করছে হ্যাকাররা। অপরিচিত নম্বর থেকে ফোন কল, মেসেজ, অজানা গ্রূপে জয়েন হয়ে যাওয়া ইত্যাদি ঘটনা আপনাকে ফাঁদে ফেলার প্রচেষ্টা হিসেবে জানবেন। হোয়াটসঅ্যাপে এই ধরনের কিছু পরিবর্তন চোখে পড়লে বুঝবেন হ্যাক হয়েছে আপনার অ্যাকাউন্ট। হ্যাকারদের মূল লক্ষ্য থাকে, আপনার ব্যক্তিগত তথ্য হাতানো। যেহেতু হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রচুর ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয়, তাই হ্যাকাররা এখন এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের টার্গেট করছে।

WhatsApp-এ এই পরিবর্তনগুলি চোখে পড়লে সাবধান

অজানা কন্ট্যাক্ট : যদি কারও হোয়াটসঅ্যাপে অজানা কন্ট্যাক্ট দেখা যায়, তারা এর আগে কোনওদিন মেসেজ করেনি, তাহলে সাবধান। এটি একটি স্পষ্ট লক্ষণ, যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

অজানা কন্ট্যাক্ট-এর সাথে চ্যাট : যদি একজন অপরিচিত ব্যক্তি, কারও অজান্তেই কারও অ্যাকাউন্টে চ্যাট করে, তবে এটিও হ্যাকিংয়ের লক্ষণ হতে পারে।

লগইন সমস্যা : বারবার চেষ্টা করেও যদি কেউ কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে, তাহলে সতর্ক হোন। এক্ষেত্রে হ্যাকার অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিতে পারে।

যাচাইকরণ কোডের বারবার আগমন : হোয়াটসঅ্যাপ যদি বারবার যাচাইকরণ কোড পাঠায়, তাহলে সেগুলি বাতিল করা উচিত নয়। এটি নির্দেশ করে যে কেউ অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করছে।

সাবধান থাকার জন্য -

টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন এবং একটি শক্তিশালী পিন সেট করুন৷

অজানা লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন এবং সন্দেহজনক মেসেজ উপেক্ষা করুন।

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সময়ে সময়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

যদি কেউ মনে করেন যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে অবিলম্বে হোয়াটসঅ্যাপের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

Tags:    

Similar News