নববর্ষে পার্টি জমে যাবে, DJ-র মতো সাউন্ড দেবে এই নতুন সাউন্ডবার, ঘরেই পাবেন সিনেমা হলের মজা

Blaupunkt SBW100 Pro+ সাউন্ডবার 100W আউটপুট সহ দুর্দান্ত অডিও অফার করে। এতে তারযুক্ত সাবউফার সহ দুটি হাই-ডেফিনিশন প্রিমিয়াম ড্রাইভার (2.1 চ্যানেল) রয়েছে।;

Update: 2024-12-27 06:02 GMT

আপনি ভাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাড়িতেই সিনেমা হলের মতো সাউন্ড এক্সপেরিয়েন্স পেতে পারেন। তাই নতুন বছরের পার্টি জমিয়ে দিতে আপনি যদি কম বাজেটে হাই-ভলিউম সাউন্ডবার খোঁজ করে থাকেন, তাহলে ব্লাউপাঙ্কটের নতুন Blaupunkt SBW100 Pro+ সাউন্ডবার কিনতে পারেন। এটি 100W সাউন্ড আউটপুট দেবে। সংস্থাটি বলেছে যে, নতুন এই সাউন্ডবারটি ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে আনা হয়েছে।

স্পিকারে 100W সাউন্ড আউটপুট

Blaupunkt SBW100 Pro+ সাউন্ডবার 100W আউটপুট সহ দুর্দান্ত অডিও অফার করে। এতে তারযুক্ত সাবউফার সহ দুটি হাই-ডেফিনিশন প্রিমিয়াম ড্রাইভার (2.1 চ্যানেল) রয়েছে। সাথে ইনবিল্ট ইকুয়ালাইজারও অন্তর্ভুক্ত আছে, যা আপনি তিনটি ভিন্ন মোডে সেট করতে পারেন। এই তিনটি মোডের মধ্যে মুভি মোড, মিউজিক মোড এবং নিউজ মোড অন্তর্ভুক্ত।

এই সাউন্ডবারে এইচডিএমআই-আর্ক, ব্লুটুথ, ইউএসবি এবং অক্স পোর্টের মতো কানেক্টিভিটি বিকল্প উপস্থিত, যাতে এটি সহজেই টিভি, ফোন, ট্যাবলেট এবং অন্যান্য অডিও ডিভাইসের সাথে যুক্ত করা যায়।

Blaupunkt SBW100 Pro+ এর সাথে রিমোট কন্ট্রোল পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের ঘরের যে কোনও জায়গা থেকে সেটিংস ঠিক করতে দেবে। এছাড়া এতে সাইড কন্ট্রোল প্যানেলও রয়েছে।

মূল্য এবং প্রাপ্যতা

Blaupunkt SBW100 Pro+ এর দাম 4,499 টাকা এবং এটি Amazon এবং কোম্পানির ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ। এর সাথে 1 বছরের ওয়ারেন্টিও পাওয়া যাবে।

Tags:    

Similar News