itel Buds Ace ANC: হাজার টাকার কমে দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড লঞ্চ করল আইটেল, 10 মিনিটের চার্জে চলবে 3 ঘণ্টা
আইটেল বাডস এস এএনসি ইয়ারবাড 25 ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) অফার করে। সংস্থাটি বলছে যে, কোলাহলপূর্ণ পরিবেশেও এই ফিচার ব্যবহারকরীকে পরিষ্কার ভয়েস কল করার সুবিধা দেবে।
itel Buds Ace ANC: আপনি যদি কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড কিনতে চান তবে আইটেলের নতুন অডিও ডিভাইস আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। সংস্থাটি ভারতে আজ তাদের নতুন ইয়ারবাড হিসাবে itel Buds Ace ANC লঞ্চ করেছে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে। নাম অনুসারে, এই ইয়ারবাড সাশ্রয়ী মূল্যে এএনসি
ফিচার অফার করে। কোম্পানির দাবি, এটি 50 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। আসুন এর দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক...
itel Buds Ace ANC এর বিশেষ বিশেষ ফিচার
আইটেল বাডস এস এএনসি ইয়ারবাড 25 ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) অফার করে। সংস্থাটি বলছে যে, কোলাহলপূর্ণ পরিবেশেও এই ফিচার ব্যবহারকরীকে পরিষ্কার ভয়েস কল করার সুবিধা দেবে। এতে রয়েছে 10 মিমি ড্রাইভার, যা চমৎকার সাউন্ড কোয়ালিটি দেবে।
ফুল চার্জে 50 ঘণ্টা পর্যন্ত চলবে
এর প্রতিটি বাডে 40mAh ব্যাটারি আছে, আবার চার্জিং কেসে দেওয়া হয়েছে 500mAh ব্যাটারি। সংস্থাটি দাবি করেছে যে এটি 50 ঘন্টা পর্যন্ত প্লেটাইম দেবে। এছাড়া এতে কুইক চার্জিং সাপোর্ট করে, যা মাত্র 10 মিনিট চার্জে 3 ঘণ্টা গান শুনতে দেয়। যাদের অল্প চার্জিং টাইমে দীর্ঘ ব্যাটারি লাইফ দরকার, তাদের জন্য এটি একদম পারফেক্ট।
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ 5.3 সাপোর্ট। আবার 40ms এর কম লেটেন্সি সহ এটি ব্যবহারকারীদের ল্যাগ-ফ্রি অডিও অভিজ্ঞতা দেবে, যা গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য উপযুক্ত।
আইটেল বাডস এস এএনসি টাচ কন্ট্রোলের সাথেও এসেছে, যা গান পাল্টাতে, কলেথ উত্তর দিতে বা গেম মোড সক্রিয় করতে দেবে। ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকার জন্য, এই ইয়ারবাডে আইপিএক্স5 জল প্রতিরোধী রেটিং আছে।
দাম ও কালার অপশন
itel Buds Ace ANC ইয়ারবাডের দাম রাখা হয়েছে 999 টাকা এবং অ্যামাজন থেকে এটি কেনা যাবে। 20 ডিসেম্বর থেকে এর বিক্রি শুরু হবে। এটি ক্র্যানবেরি জুস, মিডনাইট ব্লু এবং হোয়াইট কালারে কেনা যায়।