নতুন রঙে বাজার মাতাতে আসছে OnePlus Bullets Wireless Z2, মাসের শুরুতেই কেনার সুযোগ পাবেন
গত সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল OnePlus ভারতে তাদের Bullets Wireless Z2 নেকব্যান্ড ইয়ারফোনের নতুন কালার অপশন আনতে চলেছে। তবে সঠিক লঞ্চের তারিখ জানা যায়নি। কেবল সামনে এসেছিল যে, এই নতুন কালারটি হবে জ্যাজ গ্রীন (Jazz Green)। উল্লেখ্য, এর আগে OnePlus Bullets Wireless Z2 অ্যাকুয়াস্টিক রেড, ম্যাজিকো ব্ল্যাক এবং বিম ব্লু কালারের সাথে বাজারে এসেছিল।
তবে আজ জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা ভারতে OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোনের নতুন কালারের লঞ্চ ডেট এবং দাম সামনে এনেছেন। টিপস্টারের মতে, Bullets Wireless Z2 ইয়ারফোনের জ্যাজ গ্রীন কালারের মডেলটি আগামী ১ জুন ভারতে পা রাখতে চলেছে। আর এর দাম থাকবে ১,৯৯৯ টাকা। এছাড়া টিপস্টার নতুন ইয়ারবাডের ছবিও প্রকাশ্যে এনেছেন।
OnePlus Bullets Wireless Z2 -এর স্পেসিফিকেশন ও ফিচার
ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ্য প্রদান করার জন্য OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোনটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ইন ইয়ার ডিজাইনের এই ইয়ারবাডে রয়েছে ১২.৪ এমএম অডিও ড্রাইভার, যা শক্তিশালী ও গভীর বেস এবং দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে, এর এআই নয়েজ ক্যান্সলেশন ফিচার চারপাশের আওয়াজ কমিয়ে উন্নতমানের কলিং এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, হেয়ারেবলটি ব্লুটুথ ৫.০ এবং ওয়ানপ্লাস ফাস্ট পেয়ার টেকনোলজি সহ এসেছে।
এবার আসা যাক OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকাপের জন্য এতে দেওয়া হয়েছে ২২০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম এবং ১৬ ঘণ্টা পর্যন্ত টকটাইম অফার করতে সক্ষম। উপরন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ২০ ঘন্টা পর্যন্ত অডিও প্লে ব্যাকটাইম অফার করবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP55 রেটিং।