গান শোনার মজা হবে দ্বিগুণ, ৭২ শতাংশ ছাড়ে সাউন্ড বার, ব্লুটুথ স্পিকার ও হোম থিয়েটার কেনার সুযোগ দিচ্ছে Amazon
ই-কমার্স সাইট Amazon-এ চলছে Great Indian Festival Sale 2024। এই সেলে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টে। আমরা ইতিমধ্যেই এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সহ বিভিন্ন প্রোডাক্টে পাওয়া ডিল সম্পর্কে জানিয়েছি। এই সেল থেকে আপনি কম দামে বিভিন্ন অডিও প্রোডাক্টও কিনতে পারবেন।
বিশেষ করে আপনার যদি সাউন্ডবার কেনার দরকার থাকে তাহলে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লোভনীয় অফার রয়েছে। এছাড়া আপনি হোম থিয়েটার এবং ব্লুটুথ স্পিকার প্রভৃতিও অনেক সস্তায় কিনতে পারবেন। আসুন সেলের সেরা কয়েকটি ডিল দেখে নেওয়া যাক।
Amazon Echo Dot (5th Gen) Smart speaker এর দাম, অফার ও ফিচার
* দাম ৪৪৯৯ টাকা
* ১৯ শতাংশ ডিসকাউন্ট
* মোশন ডিটেকশন ফিচার
* টেম্পারেচার সেন্সর
* অ্যালেক্সা ইন-বিল্ট
* দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি
* পার্টির জন্য সেরা
Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar এর দাম, অফার ও ফিচার
* দাম ১৪,৯৮৮ টাকা
* ২৫ শতাংশ ছাড়
* ৫.১ ইঞ্চি হোম থিয়েটার সিস্টেম
* ব্লুটুথ এবং ইউএসবি কানেক্টিভিটি
* কমপ্যাক্ট রিয়ার স্পিকার সেটও সাথে
* USB পোর্ট
* হাই কোয়ালিটি সাউন্ডের জন্য ডলবি অডিও
boAt Aavante Bar 610 Bluetooth Soundbar এর দাম, অফার ও ফিচার
* দাম ১৬৯৯
* ৭২ শতাংশ ডিসকাউন্ট
* ৭ ঘন্টা প্লেব্যাক টাইম
* মাল্টিকানেক্টিভিটি ফিচার
* ডুয়াল প্যাসিভ রেডিয়েটার দেয় ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড
AmazonBasics X20R 20W Bluetooth Soundbar এর দাম ও ফিচার
* দাম ১০৯৯
* ২,০০০ এমএএইচ ব্যাটারি
* ২এক্স বেস
* ৮ ঘন্টা প্লেব্যাক টাইম
* ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি