BGMI গেমারদের জন্য সুখবর, আসছে দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টার

By :  techgup
Update: 2024-09-16 09:01 GMT

জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করল। অভিনেত্রীর সাথে পুরো এক বছরের জন্য চুক্তি করেছে ক্র্যাফটন। পাশাপাশি জানা গেছে যে দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টার নিয়ে গেমাররা BGMI গেমে খেলতে পারবেন।

নতুন চুক্তির পরে, গেম ডেভেলপার সংস্থা ক্র্যাফটন ঘোষণা করেছে যে দীপিকা পাড়ুকোনের বিভিন্ন ক্যারেক্টার সহ গেমাররা BGMI গেমের সম্পূর্ণ মজা নিতে পারবে। আর এই ক্যারেক্টরগুলিতে দীপিকার আইকনিক স্টাইল এবং ব্যক্তিত্বের এক ঝলক দেখা যাবে। উল্লেখ্য অতীতে অভিনেতা রণবীর সিং এবং ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মতো সেলিব্রিটিদের সঙ্গেও জুটি বেঁধেছিল ক্র্যাফটন।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুক্তি সম্পর্কে, ক্র্যাফটন ইন্ডিয়ার সিইও সিয়েন হিউনিল সোহান বলেছেন যে, গেমিং এবং বিনোদন জগতকে এক ছাতার তলায় আনতে বিজিএমআই বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাথে কাজ করতে চলেছে। তিনি বলেছেন যে আমাদের চেষ্টা হল গেমারদের আকর্ষণীয় অভিজ্ঞতা দেওয়া।

আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, বিনামূল্যে ব্যবহার করুন Google Gemini AI

BGMI গেমের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত দীপিকা

এদিকে বিজিএমআই গেমের সাথে চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, " জনপ্রিয় এই গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে‌ পেরে আমি খুব উত্তেজিত।" তিনি জানান, "গেমিং আজ ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখন অনলাইন গেম খেলে জনপ্রিয়তা পাচ্ছে। এই জনপ্রিয়তা আরও বাড়াবে আমাদের এই চুক্তি।"

Tags:    

Similar News