Garena Free Fire Redeem Codes Today: গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স 25 অক্টোবর 2024 দিওয়ালি রিডিম কোড
Garena Free Fire Redeem Codes Today 25 October 2024 আজ ২৫ অক্টোবর ২০২৪ এর গ্যারেনা ফ্রী ফায়ার রিডিম কোড হল - FF8HG3JK5L0P
Garena Free Fire Redeem Code: গ্যারেনা ফ্রী ফায়ার যেমন সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় ঠিক তেমনি ভারতীয় গেমারদের কাছে গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স ব্যাটেল রয়্যাল গেমটি অধিক পছন্দের। দুটি গেমেই আকর্ষণীয় ভিজ্যুয়াল ও গেমপ্লের দেখা যায়। আর Garena Free Fire এর মত Garena Free Fire Max গেমেও রোজ রিলিজ করা হয় ফ্রি Redeem Codes। ১২ সংখ্যার এই আলফানিউমেরিক রিডেম্পশন কোড থেকে গেমাররা বিভিন্ন রিওয়ার্ড জিততে পারেন। তবে এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হয়। আর প্রথম ৫০০ গেমার গ্যারেনা ফ্রী ফায়ার ও গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে পুরস্কার জিততে পারেন। তাই চলুন আজকের ফ্রি রিডিম কোডগুলি দেখে নেওয়া যাক।
গ্যারেনা ফ্রী ফায়ার রিডিম কোড ২৫ অক্টোবর ২০২৪ (Garena Free Fire Redeem Codes for 25 October 2024)
আজ ২৫ অক্টোবর ২০২৪ এর গ্যারেনা ফ্রী ফায়ার রিডিম কোড হল - FF8HG3JK5L0P
FFR3GT5YJH76
FF2B3GHJ5TRE
FF9CX7S2W1ER
FF5TGB9V4C3X
FF6YH3BFD7VT
FF3G4HJU87TG
FF2VC3DENRF5
FF0MK9UJ8I7Y
FFGTBN5KOI8U
FFR4G3HM5YJN
FF1V2CB34ERT
গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স ইন্ডিয়ান সার্ভার রিডিম কোড ২৫ অক্টোবর ২০২৪ | Garena Free Fire Max Redeem Codes Today, October 25
গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স গেমারদের জন্য আজ অর্থাৎ ২৫ অক্টোবর ২০২৪ এর ইন্ডিয়ান সার্ভারের রিডিভ কোড হল - XZJZE25WEFJJ
U8S47JGJH5MG
FF9MJ31CXKRG
FFAC2YXE6RF2
MCPW2D1U3XA3
BR43FMAPYEZZ
U8S47JGJH5MG
FF9MJ31CXKRG
XZJZE25WEFJJ
UVX9PYZV54AC
FFCMCPSEN5MX
MCPW3D28VZD6
FFAC2YXE6RF2
HNC95435FAGJ
MCPW2D1U3XA3
গ্যারেনা ফ্রী ফায়ার ও ফ্রী ফায়ার ম্যাক্স কোড কীভাবে রিডিম করবেন
২৫ অক্টোবরের কোড রিডিম করার জন্য গ্যারেনা ফ্রী ফায়ার ও ফ্রী ফায়ার ম্যাক্স গেমারদের প্রথমেই অফিসিয়াল রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ যেতে হবে।
এবার ওয়েবসাইটে লগইন করার জন্য গুগল, ফেসবুক, টুইটার, অ্যাপল আইডি, হুয়াওয়ে আইডি বা ভিকে আইডি ব্যবহার করতে হবে।
এরপর উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘কনফার্ম বাটন’ -এ ক্লিক করতে হবে।
তারপর একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘ওকে’ বাটনে ক্লিক করে কোড রিডিম করতে হবে।
মনে রাখবেন কোড রিডিম করার সময় যদি ক্রস সাইন সহ নোটিফিকেশন আসে তাহলে আপনি কোনো রিওয়ার্ড জিততে পারবেন না। তবে কোডটি যদি সঠিক ভাবে রিডিম করতে পারেন তাহলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড চলে আসবে। মনে রাখবেন রিডিম কোড থেকে পুরস্কার আসতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।