Online Gaming Rules: ভারতে নিষিদ্ধ হচ্ছে সমস্ত অনলাইন বেটিং গেম, Dream11 কি ব্যানের তালিকায়
ভারত সরকারের 'ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মন্ত্রণালয়' (Meity) বিভাগ অনলাইন গেমিংয়ের জন্য নতুন নিয়মের ঘোষণা করেছে। নয়া অনলাইন গেমিং নিয়মগুলিকে ২০২১ সালের আইটি রুলেরই একটি সংশোধনী হিসাবে আনা হয়েছে৷ মূলত অনলাইন গেমারদের ক্ষতিকারক এবং আসক্তিকর কনটেন্ট থেকে রক্ষা করতে এই নতুন নিয়মগুলি তৈরি করা হয়েছে৷ পাশাপাশি অনলাইনে অবৈধ বেটিং বা বাজি ধরার অভ্যাসের থেকে নাগরিকদের রক্ষা করতেও সাহায্য করবে এই নিয়মগুলি।
এই বিষয়ে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, "সরকার শিল্পের পাশাপাশি অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পরে অনলাইন গেমিং সংস্থাগুলির জন্য এইসকল নিয়ম নিয়ে এসেছে। এই নিয়মগুলি এখন গেমিং সেক্টরের বৃদ্ধিকে তরান্বিত করতে সহায়তা করবে এবং একই সাথে পলিসি সংক্রান্ত যাবতীয় অস্পষ্টতার অবসান ঘটাবে।"
অনলাইন গেম কি?
ভারত সরকার তাদের নতুন আইটি রুলে অনলাইন গেম সম্পর্কে বলেছে - "অনলাইন গেম ইন্টারনেটের মাধ্যমে অফার করা হয়ে থাকে এবং কম্পিউটার বা অনুরূপ ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়।"
অনলাইন গেম অনুমোদন করার দায়িত্বে থাকবে SROs
ভারতের কেন্দ্রীয় সরকার, অনলাইন গেমিং সেক্টরের জন্য একটি নতুন সেলফ-রেগুলেশন বা স্ব-নিয়ন্ত্রণ মডেল বেছে নিয়েছে। এটি প্রাথমিকভাবে তিনটি 'স্ব-নিয়ন্ত্রক সংস্থা' (SROs) নিয়ে গঠিত হবে, যারা নতুন নিয়মগুলি অনুসরণ করে এদেশে কোন কোন গেম খেলার জন্য সুরক্ষিত তা বাছাই করবে। আরো সহজ ভাষায় বললে, SROs গেমগুলিকে অনুমোদন দেবে। এই SROs সংগঠনে - শিল্প, গেমার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে, তবে সরকারী কেউ থাকবে না। নতুন নিয়ম অনুসারে, SROs -তে একজন শিক্ষাবিদ, মনোবিজ্ঞান বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করতে হবে, যিনি শিশু অধিকার সুরক্ষা প্রকল্পের সাথে কাজ করছে বা এমন একটি সংস্থার সদস্য বা কর্মকর্তা ছিলেন। আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর আরো জানিয়েছেন যে, "সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে SROs সংস্থাগুলিকে ডিনোটিফাই করা হবে।"
বেটিং অনলাইন গেম নিষিদ্ধ
ভারত সরকার, ফিজিক্যাল অর্থ জড়িত আছে এমন বেটিং গেম নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি দিয়েছে নয়া নিয়মগুলির অধীনে৷ আরেকটু সহজ করে বললে, এই নতুন নিয়মগুলি সেইসকল অনলাইন গেম বা ওয়েবসাইটগুলিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে যেখানে অর্থের বিনিময়ে কোনো কিছুর উপর বাজি লাগানো হয়।
ফ্যান্টাসি অনলাইন গেম অনুমোদন করা হবে
সংশোধিত নিয়মগুলি ড্রিম ১১ (Dream 11) -এর মতো ফ্যান্টাসি গেমগুলিকে অনুমোদন দিয়েছে। তবে, ফিজিক্যাল অর্থ জড়িত এমন গেমগুলির ক্ষেত্রে অনলাইন গেমিং সংস্থাগুলির উপর অতিরিক্ত বাধ্যবাধকতাও রাখা হবে বলে জানানো হয়েছে৷ এই বিষয়ে রাজীব চন্দ্রশেখর বলেছেন, "অনুমতিপ্রাপ্ত অনলাইন গেম অর্থাৎ, যেগুলিতে রিয়েল মানির বিনিময়ে কোনো বিষয়ে বাজি ধরা সামিল নেই, ব্যবহারকারীর ক্ষতি হয় না এবং শিশুদের জন্য কোনও আসক্তিমূলক পরিস্থিতি তৈরি করে না।"
আইপিএল ক্রিকেট ম্যাচের ফলাফল অনুমান করার বিনিময়ে আর্থিক পুরষ্কারের প্রতিশ্রুতি দেয় এমন কিছু অ্যাপকে অনুমোদন করা হবে কিনা - এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী বলেছেন যে - রিয়েল মানি গেমিং অনুমোদিত হবে, তবে যদি খেলার ফলাফল অনুমান করার জন্য অর্থ ব্যয় করতে হয় তবে তা অনুমোদিত হবে না। আর যদি SROs এই ধরনের গেমকে অনুমতি দেয় তবে নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে ধরে নেওয়া হবে।
ফ্যান্টাসি গেম কোম্পানি গেমারদের সরাসরি ক্রেডিট বা তৃতীয় পক্ষের কোনো কোম্পানি দ্বারা অর্থ অফার করতে পারবে না
ফ্যান্টাসি গেমের ডেভলপারদের, স্ব-নিয়ন্ত্রক সংস্থা (SROs) দ্বারা নির্ধারিত ভ্যারিফিকেশন মার্ক প্রদর্শন করতে হবে তাদের প্ল্যাটফর্মে। একই সাথে ব্যবহারকারীদের - ডিপোজিট ফেরত দেওয়ার নীতি, ফি সহ অন্যান্য প্রদেয় চার্জের নির্ধারণ ও বিতরণের পদ্ধতি এবং ক্রেডিট না দেওয়া বা তৃতীয় পক্ষের বোনাস না দেওয়ার নীতি সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে বলেও উল্লেখ আছে নিয়মগুলিতে।
মানি গেমের জন্য গেমারদের KYC দেওয়া বাধ্যতামূলক
নতুন নিয়মগুলিতে, প্রত্যেকটি মানি গেমিং কোম্পানিকে তাদের প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের 'নো ইয়োর কাস্টমার / কনজিউমার' (KYC) সংক্রান্ত তথ্য নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
গেমারদের আসক্তি, আর্থিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য একটি কাঠামো তৈরি করবে SROs
নয়া আইটি নিয়মের অধীনে, SROs সংস্থাগুলিকে গেমিংয়ে আসক্তি, আর্থিক ক্ষতি এবং আর্থিক জালিয়াতির ঝুঁকি থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত করতে একটি কাঠামো তৈরী করতে হবে। ফ্রেমওয়ার্কটিতে গেমিং সেশনের জন্য - একটা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বারবার সতর্কতামূলক বার্তা বা অ্যালার্ট মেসেজ পাঠিয়ে সতর্ক করা এবং নির্ধারিত সময় বা অর্থ ব্যয়ের লিমিট পেরিয়ে যাওয়ার পর নিজেকে যাতে আটকে দিতে পারেন ব্যবহারকারীকে সেই ব্যবস্থা নিতে হবে। এছাড়াও 'পেরেন্টিয়াল রাইট' সম্পর্কিত ধাপসমূহও অন্তর্ভুক্ত করতে হবে এই কাঠামোতে।
প্রসঙ্গত MeitY নতুন নিয়মের অধীনে একটি এজেন্সিকে নিযুক্ত করবে, যারা সরকার ও তার প্রতিষ্ঠানগুলির সাথে সম্পর্কিত মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যের সত্যতা যাচাই করবে বলেও জানা গেছে।