IPL Auction 2025 LIVE: রিষভ পান্থ, শ্রেয়াস আইয়াররা কোন দলে যাবে, আইপিএল নিলাম লাইভ কীভাবে দেখবেন

IPL Auction 2025 LiveStream Date Time - দুই দিনের আইপিএল ২০২৫ নিলাম ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় ২.৩০ থেকে শুরু হবে এই নিলাম।

Update: 2024-11-24 08:07 GMT

IPL Auction 2025 LIVE: ২০২৫ আইপিএলের মেগা নিলাম শুরু আজ থেকে। বিশ্বের সবথেকে বড় ক্রিকেট মহাযজ্ঞ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজ অর্থাৎ ২৪ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম। কোথায়, কখন ও কীভাবে এই নিলামের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন জেনে নিন।

TATA IPL Auction 2025: আইপিএল মেগা নিলাম আজ কোথায় অনুষ্ঠিত হচ্ছে

ক্রিকেট বিশ্বের সবথেকে বড় ও জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২৪ নভেম্বর অর্থাৎ আজ থেকে সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে চলেছে টাটা আইপিএল ২০২৫ এর নিলাম। এই নিয়ে দ্বিতীয়বার ভারতের বাইরে আইপিএলের নিলাম আয়োজন করা হচ্ছে। টাকার ঝুলি নিয়ে আসরে নামবে ফ্র্যাঞ্চাইজিগুলি। প্রতি বছরের মতো এ বছরও আশা করা হচ্ছে, টানটান উত্তেজনার মধ্যে দিয়ে হবে প্লেয়ার কেনা নিয়ে দরাদরি। এই নিলাম ঘরে বসে কীভাবে ও কখন দেখবেন জেনে রাখুন।

আইপিএল ২০২৫ নিলামের তারিখ ও সময়

দুই দিনের আইপিএল ২০২৫ নিলাম ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় ২.৩০ থেকে শুরু হবে এই নিলাম।

IPL Auction 2025 LiveStream: আইপিএল ২০২৫ নিলাম লাইভ স্ট্রিমিং

ক্রিকেটপ্রেমীরা ভারতে স্টার স্পোর্টস চ্যানেলে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। এছাড়া জিওসিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এই উত্তেজনাপূর্ণ নিলাম মিস করা যাবে না। কারণ দলগুলি পরবর্তী আইপিএল মরসুমের জন্য ইতিমধ্যে তালিকা তৈরি করতে শুরু করেছে।

আইপিএল ২০২৫ নিলাম প্লেয়ার এবং স্লট

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই প্রাথমিক পর্যায়ে ১,৫৭৪টি প্লেয়ার থেকে ৫৭৪ জনকে বাছাই করেছে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় খেলোয়াড় এবং ২০৮ জন বিদেশি খেলোয়াড়। এই বছর নিলামে ১০টি দলে মোট ২০৪টি স্লট ফাঁকা রয়েছে। তার মধ্যে ৭০টি বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত। সর্বোচ্চ রিজার্ভ মূল্য হল ২ কোটি টাকা। এই তালিকায় রয়েছে ৮১ জন খেলোয়াড়।

আইপিএল ২০২৫ নিলাম দল

১০টি দল হল : চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কাইন্ডস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।

আইপিএল ২০২৫ নিলামে যেসব খেলোয়াড়দের ধরে রেখেছে দলগুলি :

দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস এবং অভিষেক পোরেল।

গুজরাট টাইটান্স: রশিদ খান, শুভমান গিল, সাই সুধারসন, রাহুল তেওয়াতিয়া এবং শাহরুখ খান।

কলকাতা নাইট রাইডার্স: রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।

লখনউ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং আয়ুশ বাদোনি।

মুম্বাই ইন্ডিয়ান্স: জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, রোহিত শর্মা এবং তিলক ভার্মা।

পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিং এবং প্রভসিমরান সিং।

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার এবং সন্দীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, রজত পাটিদার এবং যশ দয়াল।

সানরাইজার্স হায়দ্রাবাদ: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন এবং ট্র্যাভিস হেড।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াড়, মথিশ পাথারানা, শিবম ডোবে, রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি।

Tags:    

Similar News