Spam Link: ফোনে আসা লিংক আসল নাকি ভুয়ো, মুহূর্তে চেক করে নিন

By :  techgup
Update: 2024-04-12 10:54 GMT

স্মার্টফোনের ব্যবহার বাড়ার পর এখন প্রতারকদের পক্ষে মানুষকে টার্গেট করা অনেকটাই সহজ হয়ে গেছে। যাঁরা স্মার্টফোন চালান, তাঁরা এখনও সাইবার হামলার বিষয়ে পুরোপুরি সচেতন নন। এমন পরিস্থিতিতে হ্যাকাররা এর পুরো সুযোগ নিয়ে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে। মানুষকে ফাঁদে ফেলার জন্য হ্যাকাররা নানা পদ্ধতি অবলম্বন করে। যেমন, ফোনে ভুয়া মেসেজ, ফোন কল ও ইমেইল প্রতারণা ইত্যাদি। তবে এসবের মধ্যে ভুয়ো লিংক (Spam Link) পাঠিয়ে বেশি প্রতারণা করা হয়। যদিও একটু সচেতন হলেই আমরা জাল লিংকগুলি শনাক্ত করতে পারি।

ভুয়া লিংক সম্পর্কে অবগত হতে পারবেন

প্রতারকরা অনেক সময় ভুয়ো লিংক পাঠিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। কারণ কোনও লিংক সঠিক নাকি ভুয়ো তা চেক করা সহজ নয়। তবে আপনি নিজেই এই ধরনের লিংক চেক করে দেখতে পারেন। আসলে VirusTotal নামে একটি ওয়েবসাইট আছে, যেখান থেকে ভুয়ো লিংক, মেসেজ ও ইমেইল সম্পর্কে জানা যায়। এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

প্রথমে আপনাকে VirusTotal ওয়েবসাইটে যেতে হবে।

এরপর ইউআরএল, ফাইল ও সার্চ অপশন থেকে ইউআরএল সিলেক্ট করতে হবে।

তারপর আপনার কাছে যে মেসেজটি এসেছে তা এখানে এন্টার করুন।

তবে মনে রাখবেন লিংক বা মেসেজ কখনোই খুলবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে।

এবার এন্টার টিপুন, তারপরে সেই লিংকটির বিশ্লেষণ শুরু হবে।

এখানে কিছুক্ষণ পর আপনি জানতে পারবেন লিংকটি আসল না নকল।

এই প্রক্রিয়া সম্পন্ন করে আপনি নিজেই যেকোনো লিংক বা মেসেজ চেক করতে পারবেন।

Tags:    

Similar News