Aadhaar-Pan Link: প্যান কার্ড বাতিল হয়ে গেলে কীভাবে সক্রিয় করবেন, পেমেন্ট কোথায় করবেন
Aadhaar কার্ডের সঙ্গে PAN (Permanent Account Number) লিঙ্ক করার সময়সীমা ছিল ৩০ জুন ২০২৩ পর্যন্ত, তবে সেক্ষেত্রে লেট ফি বাবদ ১০০০ টাকা দেবার কথাও বলা হয়েছিল। আর এর সাথেই জানানো হয়েছিল, এই তারিখের মধ্যে যে করদাতা আধার ও প্যান কার্ড লিঙ্ক করাতে ব্যর্থ হবেন, তারা আয়কর পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হবেন। ফলে এক কথায় ১লা জুলাই ২০২৩ থেকে প্যান কার্ড অকার্যকর বলে গণ্য করা হবে। সেই মতোই যারা আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করতে ব্যর্থ হয়েছেন তাদের টিডিএস (tax deducted at source) এবং টিসিএস (tax collected at source)-এর জন্য উচ্চ ডিডাকশন রেট দিতে হচ্ছে।
Pan Card নিষ্ক্রিয় হয়ে গেলে কীভাবে সক্রিয় করবেন
জানিয়ে রাখি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুসারে, বিশেষ কিছু ক্ষেত্র বাদ দিয়ে, বাধ্যতামূলক ভাবে সমস্ত প্যান কার্ড হোল্ডারদের আধার লিঙ্ক করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ৩০ জুনের মধ্যে এই কাজ করতে ব্যর্থ নন, তাহলে প্যান কার্ড সক্রিয় করতে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড পোর্টাল (NSDL) ব্যবহার করতে হবে এবং চালান নম্বর ITNS ২৮০-এর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে (নেট ব্যাংকি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে)।
এই পেমেন্টটি মেজর হেড ০০২১ (Income Tax Other than Companies) এবং মাইনর হেড ৫০০ (Other Receipts) - এর অধীনে বরাদ্দ করা হয়েছে।
চালান ডাউনলোড করতে অসুবিধা হলে কি করবেন?
কিছু প্যান হোল্ডাররা পেমেন্ট করার পরেও আধার প্যান লিঙ্কিং-এর জন্য চালান ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে কি করা উচিত সে সম্পর্কে একটি টুইটে আয়কর বিভাগ জানিয়েছে, পোর্টালে লগইন করে 'ই পে ট্যাক্স'-এর মাধ্যমে চালানের স্ট্যাটাস চেক করা যেতে পারে। আর যদি পেমেন্ট করা হয়ে গিয়ে থাকে তাহলে PAN হোল্ডাররা আধার এবং প্যানের লিঙ্ক করার অপশন পাবেন।
মনে রাখবেন পেমেন্ট না করলে এখন আর Aadhaar-Pan Link করার অপশন পাওয়া যাবে না। পেমেন্ট করার ২-৩ দিনের মধ্যে https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar -এ গিয়ে লিঙ্ক করতে পারবেন।
কীভাবে PAN-Aadhaar লিঙ্ক করবেন
১. আধার-প্যান লিঙ্ক করতে বা নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করার জন্য প্রথমে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং (e-Filing) পোর্টালে (উপরের লিঙ্ক) যান।
২. এরপর ওয়েবসাইটের হোমপেজে উপলব্ধ ‘লিঙ্ক আধার’ (Link Aadhaar) অপশনে ক্লিক করুন৷
৩. সংশ্লিষ্ট জায়গায় নিজের প্যান ও আধার নম্বর দিন।
৪. এবার 'সাবমিট' (Submit) অপশনে ক্লিক করুন।