আপনার Aadhaar-এর সাথে কোন ফোন নম্বর যুক্ত আছে? এক চুটকিতেই চেক করে নিন

Update: 2023-05-03 05:49 GMT

আজকের সময়ে আধার কার্ড (Aadhaar Card) যেমন ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই এই নথির সাথে ফোন নম্বর বা ইমেইল আইডির মত ব্যক্তিগত তথ্য লিঙ্ক করে রাখাও অত্যন্ত আবশ্যক। কিন্তু ব্যস্ত জীবনে অনেক সময়ই এমন হয় যে কোন নম্বর বা ইমেইল, আধারের সাথে সংযুক্ত আছে তা আমাদের খেয়াল থাকেনা। ফলত এই নিয়ে বেশ গলদঘর্ম পরিস্থিতির উদ্রেক হয়। সেক্ষেত্রে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এবার একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে। কারণ আধার কর্তৃপক্ষের চালু করা নতুন সুবিধার সাহায্যে নাগরিকরা তাদের আধার কার্ডের সাথে কোন ইমেইল আইডি বা ফোন নম্বর লিঙ্ক করা আছে তা স্মার্টফোনের মাধ্যমে পরীক্ষা করতে সক্ষম হবেন, খুব সহজেই।

Aadhaar নিয়ে UIDAI জারি করল নতুন পরিষেবা

পিআইবি (PIB)-র ওয়েবসাইটে শেয়ার করা প্রেস রিপোর্ট অনুযায়ী, আধার সম্পর্কিত পরিষেবা নেওয়ার সময় অনেক নাগরিকরাই জানতেননা কোন নম্বরে তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। কিন্তু আধার কার্ডের জন্য চালু হওয়া নতুন পরিষেবার মাধ্যমে খুব সহজেই বিষয়টি চেক করা যাবে। উল্লেখ্য, এই পরিষেবাকে 'মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি ভেরিফিকেশন' নাম দেওয়া হয়েছে। আগ্রহীরা ইউআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং এম-আধার (mAadhaar) অ্যাপের মাধ্যমে এর সুবিধা পাবেন।

কীভাবে Aadhaar-এর সাথে লিঙ্ক থাকা ফোন নম্বর ও ইমেইলের তথ্য চেক করবেন

১. আধারের সাথে লিঙ্ক থাকা ফোন নম্বর বা ইমেইল আইডির তথ্য চেক করতে সবার আগে myaadhaar.uidai.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা এম-আধার অ্যাপ খুলতে হবে।

২. এখানে আপনাকে আধার নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করার পর 'সেন্ড ওটিপি' (Send OTP) অপশনে ক্লিক করতে হবে।

৩. এতে করে নিশ্চিত হওয়া যাবে যে আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর আধারের সাথে লিঙ্ক করা আছে কিনা।

৪. এক্ষেত্রে যদি কোনো মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক না থাকে তবে তার তথ্য ডিভাইসের স্ক্রিনে উপস্থিত হবে।

৫. পরবর্তী ধাপে আপনি চাইলে আপনার নির্দিষ্ট মোবাইল নম্বর বা ইমেইল আইডি আপডেট করার মত পদক্ষেপ নিতে পারেন। এছাড়া নিকটতম আধার কেন্দ্রে গিয়েও নতুন ইমেইল বা মোবাইল নম্বর লিঙ্ক করা যাবে।

বলে রাখি, আধার ভেরিফিকেশনের সময় সেই আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা প্রদর্শিত হবে; এভাবে নম্বর মনে রাখাও সহজ হবে।

Tags:    

Similar News