eShram Card: কিভাবে ই শ্রম কার্ড পিডিএফ ডাউনলোড করবেন, বিনামূল্যে ২ লক্ষ টাকার বীমা
ভারত সরকার কিছু বছর আগে eShram পোর্টাল লঞ্চ করেছে। যার মাধ্যমে দেশের সমস্ত শ্রমিককে একটি মাত্র প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে। আর কেন্দ্রীয় সরকার যদি ভবিষ্যতে কোনও প্রকল্প নিয়ে আসে, তাহলে এই পোর্টালে নিবন্ধিত শ্রমিকদের সেখানে কাজে লাগানো হবে। এছাড়া যে সমস্ত শ্রমিক এখানে রেজিস্ট্রেশন করবেন, তারা ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন। এখানে রেজিস্ট্রেশনের পর সমস্ত শ্রমিককে একটি E Shram কার্ড পাবেন। আসুন এই কার্ড কীভাবে ডাউনলোড করা যাবে দেখে নেওয়া যাক।
eShram কার্ড ডাউনলোড করার জন্য এগুলি দরকার হবে
• শুরুতে বলি যে, ই শ্রম কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে শ্রম স্কিমে রেজিস্ট্রেশন করতে হবে।
• আপনার বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
• আধার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে থাকা বাধ্যতামূলক।
• আপনার কাছে রেজিস্টার্ড নম্বর থাকতে হবে, যেখানে ওটিপি আসবে।
eShram কার্ড পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন
• ই শ্রম কার্ড পিডিএফ ডাউনলোড করতে প্রথমে ই শ্রম ওয়েবসাইট বা https://eshram.gov.in/ লিঙ্কে ক্লিক করুন।
• এখানে Register on E Shram অপশন দেখা যাবে, এতে ক্লিক করুন।
• এরপর মোবাইল নম্বর ও ক্যাপচা দিতে হবে এবং কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে।
• এবার Send OTP অপশনে ক্লিক করুন এবং ফোনে আসা ওটিপি দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
• এবার একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে, যেখানে আধার নম্বর দিতে হবে।
• এখানে সেই আধার নম্বর ব্যবহার করুন, যেটি দিয়ে আগে রেজিস্ট্রেশন করেছিলেন।
• এরপর একটি OTP আসবে, সেটা এন্টার করুন।
• ফের আপনাকে আরেকটি পেজে রিডাইরেক্ট করা হবে, এখানে Download UAN card অপশন দেখতে পাবেন।
• এখানে ক্লিক করার পর PDF জেনারেট হবে। এটি আপনি প্রিন্ট করে রেখে দিতে পারবেন।