স্টোরেজ স্পেস ফুল হওয়ায় Smartphone হ্যাং? এই ৩টি টিপস মানলেই হবে মুশকিল আসান

By :  techgup
Update: 2022-08-26 13:48 GMT

স্মার্টফোন মানেই বর্তমান সময়ে অধিকাংশ মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ রোজকার নানাবিধ কাজের জন্য আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। এই কারণে মুঠোফোনটিতে বিভিন্ন ধরণের অ্যাপ ইন্সটল করতে হয়। এছাড়াও, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডেটা ফোনে স্টোর করা থাকে। আর, প্রায় সকলেই নিজেদের ডিভাইসে অজস্র ছবি এবং ভিডিও জমা করে রাখতে পছন্দ করেন। কিন্তু সমস্যাটা হল, এই এতকিছু কাজকর্মের জন্য নতুন ফোন কেনার পর কয়েকদিন যেতে না যেতেই স্টোরেজ স্পেস ধীরে ধীরে ভর্তি হতে শুরু করে, যার ফলে ফোন স্লো হয়ে যায় এবং আনকোরা ফোনও বারংবার হ্যাং হতে থাকে। বর্তমান সময়ে অধিকাংশ অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীই এই ধরনের সমস্যায় জর্জরিত। তবে জানেন কি, চাইলেই ছোটোখাটো কিছু পন্থা মেনে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে ফেলা সম্ভব? হ্যাঁ, এই প্রতিবেদনে এমনই কিছু সহজ তথা কার্যকর উপায়ের কথা আমরা আপনাদেরকে জানাতে চলেছি।

এই তিনটি উপায়ে ফোনের স্টোরেজ স্পেস খালি করুন

১. ফোনে যাতে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ মজুত না থাকে, সেদিকে ইউজারদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আসলে আমাদের ফোনে এমন অনেক অ্যাপই থাকে যেগুলি আমরা কখনোই ব্যবহার করি না, কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ সেগুলি ফোনে থেকে যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের অব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলি হ্যান্ডসেটের অনেকটা স্টোরেজ স্পেস দখল করে নেয়। তাই স্মার্টফোনকে ফাস্ট করার পাশাপাশি হ্যাং হওয়ার হাত থেকে বাঁচাতে চাইলে ডিভাইস থেকে যাবতীয় অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দেওয়াই শ্রেয়।

২. এখনকার দিনে প্রায় সকল ইউজারদের ফোনেই বিরাজ করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp), যার ফলে ফোনে অনেক ফটো, ভিডিও এবং অডিও ফাইল জমা হয়ে যায়। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই অ্যাপটি ব্যবহার করার ফলে ফোনে এই ধরনের মিডিয়া ফাইলগুলি স্তূপীকৃত হতে থাকে এবং কখন যে সেগুলি ফোনের সম্পূর্ণ স্টোরেজ স্পেসকে গ্রাস করে নেয়, তা ব্যবহারকারীরা ঘূণাক্ষরেও টের পান না। তাই ডিভাইস থেকে সমস্ত অবাঞ্চিত মিডিয়া ফাইল ডিলিট করে দেওয়া একান্ত আবশ্যক, এতে ফোনের স্টোরেজ স্পেস বেশ অনেকটাই খালি হয়ে যায়। উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপ স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ৫ এমবি বা তার চেয়ে বড়ো সাইজের ফাইল খুব সহজেই ডিলিট করতে সক্ষম হবেন ইউজাররা। এর জন্য ব্যবহারকারীদের অ্যাপটিকে ওপেন করে পর্যায়ক্রমে সেটিংস (Settings)> স্টোরেজ অ্যান্ড ডেটা (Storage & Data)> ম্যানেজ স্টোরেজ (Manage Storage) অপশনটি সিলেক্ট করতে হবে। এখানেই ইউজাররা সেই সমস্ত ফাইলগুলিকে ডিলিট করার অপশন পাবেন যেগুলির সাইজ ৫ এমবি বা তার চাইতে বড়ো।

৩. শুধু WhatsApp-এর মিডিয়া ফাইলই নয়, নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দী করতে প্রায় সকলেই অনেক ফটো এবং ভিডিও ক্যাপচার করে থাকেন, যা ফোনের স্টোরেজ স্পেস অনেকটাই দখল করে নেয়। আর জীবনের বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্ত এই ফটো বা ভিডিওগুলিতে ধরা থাকায় সেগুলিকে ডিলিট করতে ইউজারদের কিছুতেই মন চায় না। তাই এমত পরিস্থিতিতে এই জাতীয় ফটো বা ভিডিওগুলিকে স্টোর করতে হলে ইউজাররা Google Photos (গুগল ফটোজ) নামক জনপ্রিয় অ্যাপটির সাহায্য নিতে পারেন। এই অ্যাপ মারফত ব্যবহারকারীরা তাদের ফোনে মজুত থাকা ছবি ও ভিডিওগুলির ব্যাকআপ নিতে পারবেন। সেক্ষেত্রে এরপর সেগুলি ফোনের গ্যালারি থেকে ডিলিট করে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ব্যাকআপের ফলে ফটো বা ভিডিওগুলি Google-এর নিজস্ব স্টোরেজে জমা হয়ে যায়। ফলে তখন আর ইউজারদের সেগুলিকে হারাবার কোনো ভয় থাকে না।

Tags:    

Similar News