একটি স্মার্টফোনে ৬টি WhatsApp অ্যাকাউন্ট কীভাবে চালাবেন, সহজ ট্রিকস জেনে নিন
বর্তমানে WhatsApp তার ব্যবহারকারীদের লিঙ্কড ডিভাইস ফিচারের মাধ্যমে চারটি ভিন্ন ডিভাইসে একই অ্যাকাউন্ট চালানোর সুযোগ দিচ্ছে, পাশাপাশি কোম্পানিটি জানিয়েছে স্মার্টওয়াচগুলিতেও এই সুবিধা পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে আপনার Google Wear OS চালিত একটি স্মার্টওয়াচের প্রয়োজন হবে।
এদিকে এমন অনেক ব্যবহারকারী আছেন যারা একটি ডিভাইসে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। এটির কিছু ভালো দিক আছে। কারণ ব্যবহারকারী একটি নম্বর ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং একটি নম্বর ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন। তাই একটি ডিভাইস থেকেই সকলের সঙ্গে যোগাযোগ, সমস্ত মেসেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যের ট্রাক রাখা সহজ হয়ে যায়। তাই আপনিও যদি একটি ডিভাইসে ২-এর অধিক হোয়াটসআপ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা একটি ডিভাইসে দুটির বদলে প্রায় ছয়টি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে চালানো যাবে সে সম্পর্কে বলবো।
এই কাজটি করার জন্য আপনার একটি অ্যান্ড্রয়েড ডিভাইস এবং পাঁচটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্রয়োজন হবে, আর তার সাথেই প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশনের। অ্যাকাউন্ট সেটআপ করার সময় প্রত্যেকটি নম্বরে কল বা এসএমএস যাচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
আমরা জানি WhatsApp এর দুটি সংস্করণ, একটি রেগুলার WhatsApp এবং একটি WhatsApp বিজনেস অ্যাপ। এবার গুগল প্লে স্টোর-এর মাধ্যমে এই দুটি অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে দুটি আলাদা নম্বর দিয়ে অ্যাকাউন্ট সেটআপ করুন।
তারপর ফোনে ওয়ার্ক প্রোফাইল সেটআপ করে প্লে স্টোর থেকে দুটি অ্যাপই আবার ডাউনলোড করুন। এরপর দুটি আলাদা ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করুন।
আপনার ফোনে চারটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবার পর, আরো দুটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য ছোট্ট একটি কৌশল অবলম্বন করতে হবে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড OEM তাদের কাস্টম ইউজার ইন্টারফেসের অংশ হিসেবে ফোনে ডুয়েল অ্যাপ ফিচারটি অন্তর্ভুক্ত করে। চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি আলাদা আলাদা ব্র্যান্ডের ডিভাইসে কিভাবে ক্লোন অ্যাপ ব্যবহার করা যায়।
Realme
অ্যাপ ক্লোনার: সেটিংস- সার্চ-অ্যাপ ক্লোনার- হোয়াটসঅ্যাপ সিলেক্ট।
Oppo
ক্লোন অ্যাপস: সেটিংস- অ্যাপ ম্যানেজমেন্ট - অ্যাপ ক্লোন- হোয়াটসঅ্যাপ সিলেক্ট- এনাবল টগল।
Samsung
ডুয়াল মেসেঞ্জার: সেটিংস- অ্যাডভান্স ফিচার - ডুয়াল মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ সিলেক্ট- এনাবল টগল।
OnePlus
প্যারাল্যাল অ্যাপস: সেটিংস- ইউটিলিটি- প্যারাল্যাল অ্যাপস- হোয়াটসঅ্যাপ সিলেক্ট- এনাবল টগল।
Xiaomi/Redmi/Poco
ডুয়াল অ্যাপস: সেটিংস- সার্চ - ডুয়াল অ্যাপস- হোয়াটসঅ্যাপ সিলেক্ট- এনাবল টগল।
Vivo/iQoo
অ্যাপ ক্লোন: হোম স্ক্রিনে WhatsApp খুঁজুন এবং দীর্ঘক্ষণ প্রেস করুন - তারপর '+' আইকনে আলতো চাপুন ।
আপনার ফোনে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়ের জন্য একটি ডুয়াল অ্যাপ সেটআপ তৈরি করুন এবং তারপরে আরও দুটি WhatsApp অ্যাকাউন্টে সাইন ইন করতে ওগুলি ব্যবহার করুন।
এই সম্পূর্ণ পদ্ধতিটি অনুসরণ করে চললে আপনার ফোনে সহজেই ছয়টি WhatsApp অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।।