এবার শীতে Geyser কিনবেন? এই জিনিসগুলি খেয়াল না রাখলে গরম জল পেতে গিয়ে হবে লোকসান
Geyser Buying Tips: মাস ঘুরতে ঘুরতে আবারও শীত ঋতু ভারতে পা রেখেই ফেলেছে! শুষ্ক-ঠাণ্ডা আবহাওয়া, হৈমন্তিক শিশির – সমস্ত কিছুর মধ্যে শুরু হয়েছে উষ্ণতার খোঁজ। স্বাভাবিকভাবেই আগামী দু-তিন মাস স্বস্তিতে থাকার জন্য এই সময়ে গিজার (Geyser) কেনার দিকে ঝুঁকছেন একাংশই। কারণ বাড়িতে ওয়াটার গিজার জাতীয় ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থাকলে চরম শীতেও গরম জল পেতে অসুবিধা হবেনা। সেক্ষেত্রে আপনিও যদি বছর শেষের আগে একটি গিজার কিনতে চান, তাহলে আপনাকে কিছু বিশেষ জিনিসের খেয়াল অবশ্যই রাখতে হবে, তা না হলে টাকা খরচ হলেও আপনার লোকসান হবে। হ্যাঁ, আজকের প্রতিবেদনে আমরা এমনই টিপস শেয়ার করব, যেগুলি মাথায় থাকলে গিজার কেনার ক্ষেত্রেও আপনি হয়ে উঠবে 'স্মার্ট'!
শীতে গিজার কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
১. ইলেকট্রিকের বদলে সোলার গিজার: আপনি যে জায়গায় থাকেন, যেখানে যদি বিদ্যুতের কোনো সমস্যা থাকে, তাহলে এলপিজি (LPG) বা সোলার ওয়াটার গিজার কেনাই ভালো। এতে বিদ্যুৎও বাঁচবে। কিন্তু মনে রাখবেন, সোলার গিজার ইনস্টলেশনের জন্য অনেক জায়গা নেয়।
২. ক্যাপাসিটি চেক: যদি বাড়িতে ৩ জন বা তার বেশি সদস্য থাকে, তাহলে কমপক্ষে ২০ লিটার ক্ষমতার গিজার কেনাই ভাল। কারণ এতে একবার জল গরম করা হলে তা একসাথে অনেকে ব্যবহার করবেন, ফলে জল বারবার গরম করার বা বিদ্যুৎ খরচ বাড়ার চিন্তা থাকবেনা। আবার, বাথরুমের আকার অনুযায়ী গিজারের আকার-আকৃতি বেছে নেওয়াটাই শ্রেয়।
৩. দেখতে হবে নিরাপত্তার দিকটিও: একটি গিজার কেনার সময় সেটির ট্যাঙ্কের ভিতরে গ্লাস লাইন কোটিং আছে কিনা দেখা দরকার, কারণ এতে হার্ড ওয়াটার জনিত সমস্যা বা মরিচা পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে গিজার ট্যাঙ্ক স্টেইনলেস স্টিলের হলে তা দীর্ঘস্থায়ী হবে। উল্লেখ্য, গিজার কেনার সময় প্রেসার রিলিফ ভালভ আছে কিনা তাও খেয়াল রাখতে হবে, নাহলে জল গরম করার সময় বাষ্পের চাপে গিজার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।
৫. অটো অফ ফিচার: গিজারে অটো অফ ফিচার থাকা উচিত, ফলত কোনো কারণে আপনি গিজার বন্ধ করতে ভুলে গেলে নির্ধারিত তাপমাত্রায় জল গরম হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে গিজারটি বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুৎ সাশ্রয় তো হবেই, পাশাপাশি সুইচ চালু থাকলে গিজার খারাপ হওয়ার ভয়ও থাকবেনা।
৬. স্টার রেটিং চেক: মনে রাখবেন, অসময়ে উপযোগী হলেও গিজার প্রচুর বিদ্যুৎ খরচ করে। তাই বিদ্যুৎ সাশ্রয় করতে, বিইই (BEE) নির্ধারিত স্টার রেটিং দেখে গিজার কিনুন। এক্ষেত্রে ৪ বা ৫ স্টার রেটিংয়ের গিজার বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে, তবে এগুলি ব্যয়বহুলও হবে।
৭. স্মার্ট ফিচার: এখনকার গিজারগুলি প্রচুর স্মার্ট ফিচারের সাথে আসছে৷ তাই আধুনিক স্ট্যাটাস বজায় রাখতে হলে এই অ্যাপ্লায়েন্স কেনার সময় ওয়াই-ফাই কানেক্টিভিটি, রিমোট কন্ট্রোল, ডিজিটাল ডিসপ্লে ইত্যাদি ফিচার আছে কিনা তা দেখে নিতে পারেন।