মোবাইল ব্যবহারকারীদের জন্য জরুরি খবর, ১ আগস্ট থেকে বদলাচ্ছে এই নিয়মগুলি

By :  techgup
Update: 2023-08-01 14:39 GMT

আজকাল এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যিনি স্মার্টফোন ব্যবহার করেন না। এই গ্যাজেটটির মাধ্যমে একাধিক কাজ মুহূর্তে হয়ে যায়। তাই প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর জানা উচিত যে আজ ১ আগস্ট ২০২৩ থেকে মোবাইল ফোন সংক্রান্ত নিয়মে নানা পরিবর্তন আসতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের মতো সাধারণ মানুষের উপর। তাই দেরী না করে চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি সম্পর্কে।

খেলনায় পরিণত হতে পারে একাধিক স্মার্টফোন

Google জানিয়েছে ১ আগস্ট থেকে কিছু স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ১ আগস্ট থেকে কিছু অ্যান্ড্রয়েড ফোন খেলনায় পরিণত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে, কোন স্মার্টফোনগুলি অকেজো হতে চলেছে? আপনাকে জানিয়ে রাখি যে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের জন্য অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ করে দিচ্ছে গুগল, যেটি আজ থেকে প্রায় ১০ বছর আগে চালু করা হয়েছিল।

আপনার ফোনটি অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সনে চলে কিনা কিভাবে চেক করবেন?

প্রথমে ফোনের 'সেটিংস'-এ গিয়ে 'সফটওয়্যার আপডেট' সেকশনে যান। সেখানে আপনি উপলব্ধ OS ভার্সন সম্পর্কে জানতে পাবেন।

অনলাইনে ITR ফাইল করুন

৩১ জুলাই ২০২৩ আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন ছিল, অর্থাৎ আপনি যদি ১লা আগস্ট আইটিআর ফাইল করতে যান, তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

কিভাবে অনলাইনে ITR ফাইল করবেন?

  • প্রথমে www.incometaxindiaefiling.gov.in-এই ওয়েবসাইটে যান।
  • এরপর লগইন করুন।
  • এবার ITR-1 ফাইল অপশনে ট্যাপ করুন।
  • তারপরে আপনাকে কিছু এবং ডকুমেন্ট-এর ডিটেলস দিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে।
  • ফর্ম ফিলাপ হয়ে গেলে সেটি ভেরিফাই করুন।

Tags:    

Similar News