লক্ষ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, Paytm ইউজারদের জন্য বিশেষ নির্দেশ

By :  techgup
Update: 2023-07-24 09:49 GMT

সম্প্রতি Paytm তাদের ব্যবহারকারীদের বিভিন্ন অনলাইন জালিয়াতি সম্পর্কে সচেতন করার জন্য বেশ কিছু বার্তা দিয়েছে। কারণ বর্তমানে সাইবার জালিয়াতি ভীষণই সাধারণ বিষয় হয়ে উঠেছে। কিছু কিছু প্রতারকরা ব্যাঙ্ক কর্মচারীর ছদ্মবেশ ধরে সাধারণ মানুষের ব্যক্তিগত এবং ব্যাঙ্কের বিভিন্ন তথ্য জেনে তাদের সঙ্গে জালিয়াতি শুরু করেছে। তাই Paytm কোনো সন্দেহজনক ব্যক্তির সঙ্গে নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এমনকি, কোনো কল, এসএমএস বা মেসেজের মাধ্যমে কেওয়াইসির মত গুরুত্বপূর্ণ কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ Paytm-এর মতে এই কাজগুলিও জালিয়াতির মধ্যেই পড়ে। আর কোনো ব্যাঙ্ক এরকম গুরুত্বপূর্ণ কাজ কল, এসএমএস বা মেসেজের মাধ্যমে সম্পূর্ণ করতে বলে না।

কোন কোন বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে Paytm

১) পেটিএম ব্যাঙ্ক বা অন্য যেকোনো ব্যাঙ্ক কখনোই কোনো ব্যক্তিগত নম্বর থেকে তার গ্রাহকদের ফোন করে না বা বার্তা পাঠায় না।

২) কোন অজানা নম্বর থেকে আসা কল বা মেসেজের উপর বিশ্বাস করে কেওয়াইসি করার জন্য কোনো তথ্য প্রদান করবেন না।

৩) কখনোই কোনো স্ক্রিন শেয়ারিং অ্যাপ ইন্সটল করবেন না বা অপরিচিত ব্যক্তির সাথে স্ক্রিন শেয়ার করবেন না।

৪) কোনো লেনদেনের জন্য কোনো অপরিচিত ব্যক্তিকে ইউপিআই পিন জানাবেন না বা কোনো কিউআর কোড স্ক্যান করবেন না।

৫) ভেরিফাইড নয় এমন কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে বিশ্বাস করবেন না।

৬) আপনার পেটিএম পাসওয়ার্ড কখনই কারো সাথে শেয়ার করবেন না।

৭) লোভনীয় অফার বা ডিল যাচাই না করে কখনোই কোনো লেনদেনের মধ্যে জড়িয়ে পড়বেন না।

৮) অজানা নম্বর থেকে আসা চাকরি বা ডেটিং সম্পর্কিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না।

Tags:    

Similar News