Apple লঞ্চ করল নতুন Macbook Air M3 ল্যাপটপ, এক চার্জে চলবে 18 ঘন্টা!

Update: 2024-03-05 07:03 GMT

অ্যাপল বাজারে আনল নতুন Macbook Air ল্যাপটপ। মার্কিন সংস্থাটি শক্তিশালী M3 প্রসেসর দ্বারা চালিত MacBook Air-এর আপগ্রেড ভার্সন ভারতে লঞ্চ করেছে। এটি ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে এবং ৮-কোর জিপিইউ এবং ১০-কোর জিপিইউ অপশনে উপলব্ধ। থান্ডারবোল্ট পোর্টের জন্য, MacBook Air M3 দুটি বাহ্যিক ডিসপ্লেও সাপোর্ট করতে পারে। আসুন তাহলে ভারতে Apple MacBook Air M3-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷

Apple MacBook Air M3: স্পেসিফিকেশন এবং ফিচার

নতুন MacBook Air-এ ট্রু টোন ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এর ১৩.৬ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লেটি ২,৫৬০ × ১,৬৬৪ পিক্সেলের রেজোলিউশন এবং ১৫.৩ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে ২,৮৮০ × ১,৮৬৪ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। আগেই উল্লেখ করা হয়েছে যে, Apple MacBook Air-এ নতুন অ্যাপল এম৩ চিপসেটটি রয়েছে, যা ৮-কোর সিপিইউ এবং ৮-কোর / ১০-কোর জিপিইউ দ্বারা গঠিত। ল্যাপটপটিতে ৮ জিবি / ১৬ জিবি / ২৪ জিবি ইউনিফাইড মেমরি এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি / ২ টিবি স্টোরেজ মিলবে। MacBook Air M3 ম্যাওএস সোনোমা (macOS Sonoma) অপারেটিং সিস্টেমে রান করে।

নতুন MacBook Air মডেলে উন্নত ইমেজ সিগন্যাল প্রসেসর সহ ১,০৮০ পিক্সেলের ফেসটাইম এইচডি (FaceTime HD) ক্যামেরা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, অ্যাপলের এই ল্যাপটপে ১৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ মিলবে বলে দাবি করা হয়েছে। ১৩ ইঞ্চির ৮-কোর জিপিইউ মডেলটি ম্যাগসেফ (MagSafe) চার্জিং ও ৩০ ওয়াটের অ্যাডাপ্টার সাপোর্ট করে। অন্যদিকে, ১৩ ইঞ্চির ১০-কোর জিপিইউ সংস্করণ এবং ১৫ ইঞ্চির মডেলে ৩৫ ওয়াট ডুয়েল পোর্ট/ ৭০ ওয়াট চার্জার সাপোর্ট করে। এছাড়া, নিরাপত্তার জন্য, MacBook Air M3-তে টাচ আইডি ফিচার রয়েছে। আর অডিওর জন্য, নতুন অ্যাপল ল্যাপটপে ৪-স্পিকার সাউন্ড সিস্টেম (১৩ ইঞ্চি) এবং ৬-স্পিকার সাউন্ড সিস্টেম (১৫ ইঞ্চি), ডাইরেকশনাল বিমফর্মিং সহ ৩-মাইক অ্যারে এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক বিদ্যমান।

ভারতে Apple MacBook Air M3-এর দাম

এদেশে অ্যাপল ম্যাকবুক এয়ার-এর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চির মডেলের দাম যথাক্রমে ১,১৪,৯০০ টাকা এবং ১,৩৪,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে৷ ল্যাপটপটির সবকটি সংস্করণের দাম নিম্নরূপ -

১৩ ইঞ্চির ম্যাকবুক এয়ার: দাম

  • ৮-কোর জিপিইউ

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১,১৪,৯০০ টাকা।

  • ১০-কোর জিপিইউ

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১,২৪,৯০০ টাকা।

৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ১,৩৪,৯০০ টাকা।

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ১,৫৪,৯০০ টাকা।

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ - ১,৭৪,৯০০ টাকা।

২৪ জিবি র‍্যাম + ২ টিবি স্টোরেজ - ২,৩৪,৯০০ টাকা।

১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার:

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ১,৭৪,৯০০ টাকা।

১৬ জিবি র‍্যাম + ১ জিবি স্টোরেজ - ১,৯৪,৯০০ টাকা।

২৪ জিবি র‍্যাম + ২ টিবি স্টোরেজ - ২,৫৪,৯০০ টাকা।

লঞ্চ অফার হিসাবে, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ডের সাথে পেমেন্ট করলে অ্যাপল ম্যাকবুক এয়ারের দামের ওপর ৮,০০০ টাকা ছাড় পাওয়া যাবে৷ যেসমস্ত ক্রেতারা অ্যাপল ফর এডুকেশন (Apple for Education) প্রোগ্রামের জন্য যোগ্য, তারা অ্যাপল স্টোরের মাধ্যমে তাদের কেনাকাটায় ১০,০০০ টাকা বাঁচাতে পারবেন। অ্যাপল ম্যাকবুক এয়ার এম৩ বর্তমানে ভারত সহ অন্যান্য বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগামী ৮ মার্চ ল্যাপটপটির সরবরাহ শুরু করবে অ্যাপল।

Tags:    

Similar News