Honor MagicBook X16 (2024): বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ খুঁজছেন? অনর ম্যাজিকবুক আপনার পছন্দ হবে

By :  SUMAN
Update: 2024-01-15 18:32 GMT

Honor আজ তাদের অনলাইন রিটেল-পার্টনার Amazon -এর সাথে হাত মিলিয়ে Honor MagicBook X16 (2024) এডিশন ল্যাপটপ উন্মোচন করল। ভারতে এর দাম ৪৪,৯৯০ টাকা। এটি ২০২৩ সালের এপ্রিল মাসে আত্মপ্রকাশ করা মূল মডেলের রিফ্রেশড সংস্করণ হিসাবে এসেছে। এক্ষেত্রে ফিচারগত কিছু পরিবর্তন নজরে পড়বে। যেমন ডিভাইসটি ১২তম প্রজন্মের ইন্টেল এইচ-সিরিজ চিপসেট দ্বারা চালিত। ফিচার হিসাবে - এতে নিউমেরিক কীপ্যাড সহ ফুল-সাইজ কী-বোর্ড, ৭২০ পিক্সেলের এইচডি ওয়েব ক্যাম, সুপারসাইজড কুলিং ফ্যান এবং ৫১২ জিবি PCIe Gen4 SSD স্টোরেজ পাওয়া যাবে। চলুন Honor MagicBook X16 (2024) ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Honor MagicBook X16 (2024) ল্যাপটপের দাম এবং উপলব্ধতা

এদেশের বাজারে অনর ম্যাজিকবুক এক্স১৬ (২০২৪) ল্যাপটপ ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, যার দাম ৪৪,৯৯০ টাকা ধার্য করা হয়েছে। এটি স্পেস গ্রে কালার অপশনে কেনা যাবে।

লঞ্চ অফারের কথা বললে, সংস্থাটির অনলাইন রিটেল অংশীদার অ্যামাজন (Amazon) থেকে এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে৷

Honor MagicBook X16 (2024) ল্যাপটপের স্পেসিফিকেশন

অনর ম্যাজিকবুক এক্স১৬ (২০২৪) ল্যাপটপের বডি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যা ডিভাইসটিকে ওজনে হালকা করে তোলার পাশাপাশি প্রিমিয়াম লুকও প্রদান করে। এতে ৪.৪ মিমি বেজেল পরিবেষ্টিত ১৬-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১২২০ পিক্সেল) অনর ফুলভিউ আইপিএস ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১৬:১০ এসপেক্ট রেশিও, ৩০০ নিট পিক ব্রাইটনেস, ৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৪৫% NTSC সাপোর্ট করে। এই ডিসপ্লে - টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং টিইউভি রাইনল্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফাইড। একইসাথে এটি অ্যান্টি-গ্লেয়ার, ফ্লিকার ফ্রি ডিসি ডিমিং, ই-বুক মোডের সুবিধাও অফার করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য উক্ত মডেলে ইন্টেল কোর আই৫ ১২৪৫০এইচ (i5 12450H) প্রসেসর (১০এনএম প্রসেসিং নোড, ৪.৪গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড, ১২এমবি L3 ক্যাশে, ৮ কোর, ১২ থ্রেড ও ইন্টেল টার্বো বুস্ট প্রযুক্তি ভিত্তিক) এবং ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স কার্ড সহ এসেছে। এতে ৮ জিবি LPDDR4X DDR4 এসডি-র‍্যাম এবং ৫১২ জিবি PCIe Gen4 SSD স্টোরেজ পাওয়া যাবে।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত Honor MagicBook X16 (2024) ল্যাপটপ - ৭২০ পিক্সেলের এইচডি ওয়েব ক্যামেরা এবং ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ এসেছে। এতে ডুয়েল সাউন্ড স্পিকার সিস্টেম এবং নিউমেরিক কীপ্যাড এবং ১.৫ মিমি কী-স্ট্রোক ডেপ্থ সহ ফুল-সাইজ কী-বোর্ড রয়েছে। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ, ৫ গিগাহার্টজ), ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট, ২টি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ পোর্ট, ১টি এইচডিএমআই ২.১ পোর্ট, ১টি ৩.৫ মিমি ২-ইন-১ হেডফোন জ্যাক সামিল থাকছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য ৩ সেল ৪২ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৯ ঘন্টা পর্যন্ত ১০৮০পিক্সেল ভিডিও প্লেব্যাক এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়া এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ৪৫% চার্জ হতে সক্ষম।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, এতে - ডুয়াল-হিট পাইপ সিস্টেম এবং উন্নত সুপারসাইজড কুলিং ফ্যান বিদ্যমান। আবার এর রিটেল বক্সে - ১ইউ ল্যাপটপ, ১ইউ ৬৫ওয়াট টাইপ-সি চার্জার, ১ইউ ওয়ারেন্টি কার্ড, ১ইউ ইউজার ম্যানুয়াল অন্তর্ভুক্ত। পরিশেষে Honor MagicBook X16 (2024) ল্যাপটপের পরিমাপ ৩৫.৬x২৫x১.৮ সেমি এবং ওজন ১.৬৮ কেজি।

Tags:    

Similar News