ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল Lenovo IdeaPad Slim 5i, দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, দাম দেখে নিন
Lenovo সম্প্রতি তাদের IdeaPad সিরিজের অধীনে একগুচ্ছ নতুন ল্যাপটপ ও একাধিক অ্যাক্সেসরিজের ঘোষণা করেছিল। এক্ষেত্রে নবাগত ডিভাইসগুলি হল – Ideapad Flex 3i ল্যাপটপ, ThinkVision mini-LED মনিটর, 4K Pro ওয়েবক্যাম এবং ৩ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ অফারকারী একটি ওয়্যারলেস কী-বোর্ড ও মাউস কম্বো। এছাড়া সংস্থাটি AMD Ryzen 7000 U-সিরিজের প্রসেসর সহ Ideapad Slim 5 ল্যাপটপ লাইনআপও লঞ্চ করেছিল। এর পাশাপাশি আলোচ্য ল্যাপটপটির Intel Raptor Lake সিপিইউ ভ্যারিয়েন্ট নিয়ে আসা হয়েছে, যা Lenovo IdeaPad Slim 5i নামে অফিসিয়াল হয়েছে। জানিয়ে রাখি, Intel-প্রসেসর সহ এই ল্যাপটপটি, AMD চিপসেট বিকল্পের ন্যায় ২টি ভিন্ন ডিসপ্লে সাইজ অপশনে এসেছে এবং এগুলির পোর্ট ও ব্যাটারি বিভাগও অনুরূপ।
Lenovo IdeaPad Slim 5i ল্যাপটপের স্পেসিফিকেশন
আগেই বলেছি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ল্যাপটপকে ইন্টেল র্যাপ্টর লেক-এইচ সিরিজ প্রসেসরের সাথে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে প্রাইস রেঞ্জ অনুসারে চিপসেট ভার্সন পরিবর্তিত হবে। যেমন আলোচ্য মডেলের হাই-এন্ড মডেলগুলিতে পাওয়া যাবে - i7-13700H, i7-13620H, i5-13500H, i5-13420H, এবং i5-13450H প্রসেসর। ল্যাপটপের মিড-রেঞ্জ ভ্যারিয়েন্টগুলি - i5-1340P বা i7-1360P চিপসেটের সাথে এসেছে। এছাড়া লেনোভো, ইউএলভি (ULV) সিপিইউ যেমন - i7-1355U, i5-1335U, এবং i5-1334U এর সাথে তাদের এন্ট্রি-লেভেল আইডিয়াপ্যাড স্লিম ৫আই ল্যাপটপ অফার করছে। এই প্রত্যেকটি প্রসেসর বা সিপিইউ ১৬ জিবি পর্যন্ত LPDDR5 বা LPDDR5X র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত PCIe NVMe SSD স্টোরেজ অফার করবে। এই স্টোরেজ কনফিগারেশনটি শুধুমাত্র ১৪-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের জন্য উপলব্ধ।
তদুপরি, লেনোভো তাদের এই লেটেস্ট ল্যাপটপকে পাতলা এবং হালকা ডিজাইনের সাথে নিয়ে আসার কারণে থান্ডারবোল্ট ৪ (Thunderbolt 4) পোর্ট কানেক্টর অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে উপলব্ধ পোর্ট অপশনের মধ্যে সামিল রয়েছে - ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.১, ২টি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ পোর্ট, ২টি ইউএসবি টাইপ-এ ৩.২ জেন ১ পোর্ট, এইচডিএমআই ১.৪ ভিডিও আউট পোর্ট, ১টি কম্বিনেশন অডিও জ্যাক এবং ১টি মিনিএসডি কার্ড রিডার স্লট। সুতরাং, আলোচ্য ল্যাপটপের ইন্টেল এবং এএমডি ভ্যারিয়েন্টের কানেক্টিভিটি অপশন এক সমান থাকছে।
আবার এএমডি বিকল্পের ন্যায় আইডিয়াপ্যাড স্লিম ৫আই ল্যাপটপকেও ১৪-ইঞ্চি ও ১৬-ইঞ্চি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এই দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে তিনটি এবং দুটি ভিন্ন ডিসপ্লে প্যানেল অপশন অফার করে। এক্ষেত্রে, ১৬-ইঞ্চি মডেলটি দুটি IPS বিকল্প সহ এসেছে। যার মধ্যে প্রথম IPS প্যানেল বিকল্পটি – ২.৫কে রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% sRGB কালার গ্যামেট সাপোর্ট করে। আর দ্বিতীয় IPS প্যানেলটি – ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৪৫% NTSC কালার স্পেকট্রাম অফার করে।
অন্যদিকে ১৪-ইঞ্চির মডেলের সাথে ১টি OLED ও ২টি IPS ডিসপ্লে প্যানেল বিকল্প পাওয়া যাবে। যার মধ্যে OLED বিকল্পটি ফুল এইচডি প্লাস (১৯২০x১২০০ পিক্সেল) রেজোলিউশন, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সহ এসেছে। অন্যদিকে, এই একই ভ্যারিয়েন্টের প্রথম IPS প্যানেলটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৪৫% NTSC কালার গ্যামেট সমর্থন করে। আর দ্বিতীয় IPS প্যানেল বিকল্পটি – ২.২কে রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% sRGB কালার গ্যামেটের সাথে এসেছে।
Lenovo IdeaPad Slim 5i ল্যাপটপের চ্যাসিস বা বাহ্যিক বডি কেমন হবে তাও চয়ন করার সুবিধা দেওয়া হবে। যেমন প্লাস্টিক চ্যাসিস মডেলটিকে ০.৭-ইঞ্চি প্রোফাইল ও মেটাল চ্যাসিসকে ০.৬৭-ইঞ্চি প্রোফাইলে পাওয়া যাবে। আবার চ্যাসিস ভিত্তিক ওজনের নিরিখে আলোচ্য ল্যাপটপটির ১৬-ইঞ্চি মডেল সর্বোচ্চ ৪.৩৯ পাউন্ড এবং ১৪-ইঞ্চি মডেলটি সর্বোচ্চ ৩.৫১ পাউন্ড হতে পারে। যাইহোক পাওয়ার ব্যাকআপের জন্য আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজের এই ইন্টেল সিপিইউ বিকল্প - ৪৭Wh, ৫৬.৬Wh এবং ৭৫.৪Wh ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে। এক্ষেত্রে মডেলের উপর নির্ভর করবে কোনটিতে কতটা ওয়াট-আওয়ারের ব্যাটারি থাকবে।
Lenovo IdeaPad Slim 5i ল্যাপটপের দাম এবং প্রাপ্যতা
ইন্টেল প্রসেসর সহ লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ল্যাপটপের উভয় ডিসপ্লে ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ৮৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৭৯,০০০ টাকা) থেকে শুরু হবে। লভ্যতার কথা বললে, এটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকে পাওয়া যাবে।