Amazon Sale: সেল শুরুর আগেই আজ দুর্দান্ত ছাড়ে কেনা যাবে এই 3টি ফোন, এই গ্রাহকরা পাবেন অফার

Update: 2023-10-07 13:47 GMT

আনুষ্ঠানিকভাবে আগামীকাল অর্থাৎ ৮ই অক্টোবর থেকে Amazon Great Indian Festival সেল শুরু হলেও, আজ মধ্যরাত থেকেই ই-কমার্স প্ল্যাটফর্মটির Prime কাস্টমাররা বিশেষ অফারসমূহের অ্যাক্সেস পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যদি এই মেম্বারশিপ থেকে থাকে এবং পুজোর মুখে আপনি নতুন ফোন কিনতে চান, তাহলে সেলের বর্তমান তিনটি অফার মিস করা একদমই ঠিক হবেনা। আসলে Great Indian Festival উপলক্ষে Amazon প্রচুর অফার দিচ্ছে, তবে আজ আমরা শীর্ষস্থানীয় Samsung ব্র্যান্ড থেকে শুরু করে দেশীয় কোম্পানি Lava-র ফোনে উপলব্ধ তিনটি সেরা অফারের কথা বলব যেখানে ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ স্কিমের পাশাপাশি SBI কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আসুন তবে, এক নজরে দেখে নিই Amazon Great Indian Festival Sale-এর সেই আকর্ষণীয় অফারগুলি।

আজ থেকেই মিলছে অফার, Amazon Sale-এ কিনুন এই ৩টি ফোন

১. Lava Blaze 5G: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোনের ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ১১,৯৯৯ টাকায়, এর দাম এমনিতে ১৬,৪৯৯ টাকা। এটিতে ৫৮১ টাকার মাসিক ইএমআই অপশনও মিলবে।

এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ।

২. Samsung Galaxy M14 5G: এই ফোনের ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯০ টাকা, কিন্তু সেলে এটি ১১,৯৯০ টাকায় কেনা যাবে। সাথে থাকবে ১১,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৫৮১ টাকার মাসিক ইএমআই অপশন।

স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

৩. Nokia C22: এই ফোনের ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা, কিন্তু সেলের মধ্যে এটি ৭,৪৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ৭,১০০ টাকার এক্সচেঞ্জ অফার ও ৩৬৪ টাকার মাসিক ইএমআই অপশন কাজে লাগানো যাবে।

বাজারের অন্যতম পুরোনো ব্র্যান্ডের এই ফোনটিতে ২ জিবি ভার্চুয়াল র‍্যামের সাথে ৩ দিনের ব্যাটারি লাইফ, ১৩ মেগাপিক্সেল ডুয়াল এআই (AI) ক্যামেরা ও আইপি৫২ (IP52) রেটিং মিলবে।

Tags:    

Similar News