13 হাজার টাকা ডিসকাউন্ট, এই তিনটি দুর্দান্ত ক্যামেরা ও সেরা ফিচারের ফোন সস্তায় কেনার সুযোগ

আগামী 29 ডিসেম্বর এই সেল শেষ হওয়ার কথা। এই সেলে Honor এর একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের মূল্যের থেকে 13,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।;

Update: 2024-12-28 16:42 GMT

নতুন বছরে লোভনীয় অফার সহ স্মার্টফোন কিনতে চাইলে এটাই সঠিক সময়। আসলে বছর শেষে অনেক স্মার্টফোন ব্র্যান্ড তাদের ডিভাইসের উপর বিশাল ছাড় দিচ্ছে। Honor ব্র্যান্ডটিও খুব একটা পিছিয়ে নেই। তারা অ্যামাজনে চলমান অনার ডেজ সেলে নিজেদের স্মার্টফোনগুলি সস্তায় বিক্রি করছে। আগামী 29 ডিসেম্বর এই সেল শেষ হওয়ার কথা। এই সেলে Honor এর একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের মূল্যের থেকে 13,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়াও অন্যান্য ডিভাইসের সাথে অফার রয়েছে

Honor 200 Lite 5G

এই সেলে আপনি ফোনটি 18,999 টাকায় কিনতে পারবেন। এই দামে ডিভাইসটির 8 জিবি ফিজিক্যাল র‌্যাম, 8 জিবি ভার্চুয়াল র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। এতে আছে 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। সেলফির জন্য স্মার্টফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা। এর সামনে দেখা যাবে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে 35W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Honor 200 5G

লঞ্চের সময় অনারের এই ফোনের 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 34,999 টাকা ছিল, তবে এটি বর্তমানে অ্যামাজনে 26,999 টাকায় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এর সাথে 3,000 টাকার কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, যারপর এটি 23,999 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে 6.7-ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং 100W ফাস্ট চার্জিং সহ 5200mAh ব্যাটারি রয়েছে।

Honor 200 Pro 5G

লঞ্চের সময়, এর 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 57,999 টাকা ছিল, তবে এটি বর্তমানে অ্যামাজনে 44,999 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ লঞ্চের মূল্যের চেয়ে 13,000 টাকা কম। ব্যাংক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারলে এর দাম আরও কমানো যায়। এই ডিভাইসে আছে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার সেটআপ, 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, একটি স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর এবং 100W ফাস্ট চার্জিং সহ 5200mAh ব্যাটারি। এতে 66W ওয়্যারলেস এবং রিভার্স চার্জিংও সাপোর্ট করবে।

Tags:    

Similar News