পুরো 5 বছর নতুন থাকবে iPhone, সফটওয়্যার আপডেট নিয়ে বড় ঘোষণা Apple এর
iPhone ব্যবহারকারীদের জন্য সুখবর! Apple তাদের নতুন ফোনের সাথে কমপক্ষে ৫ বছরের সফ্টওয়্যার সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। যদিও টেক জায়ান্টটি স্বেচ্ছায় এই ঘোষণা করেনি। আসলে যুক্তরাজ্যে চালু হওয়া নতুন নিয়মের কারণে টিম কুকের সংস্থাটি তাদের iPhone মডেলগুলির সাথে ন্যূনতম সময়কাল ধরে সফ্টওয়্যার সাপোর্ট দিতে বাধ্য হয়েছে। যদিও Apple বরাবরই তাদের প্রোডাক্টের সাথে দীর্ঘস্থায়ী সফ্টওয়্যার আপডেট দিয়ে থাকে। তবে এতদিন নির্দিষ্ট কোনো টাইমলাইন অনুসরণ করা হতো না। তবে এই ঘোষণার কারণে এখন iPhone 15 সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্ট কমপক্ষে ৫ বছরের সফ্টওয়্যার আপডেট ও সিকিউরিটি প্যাচ পাবে।
iPhone 15 সিরিজের প্রত্যেকটি মডেল ৫ বছরের জন্য সফ্টওয়্যার সাপোর্ট পাবে
GSMArena -এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, যুক্তরাজ্যের নতুন আইন অ্যাপলকে তাদের সাপোর্ট পলিসি সংশোধন করতে বাধ্য করেছে। ফলস্বরূপ আইফোন ১৫ লাইনআপের অধীনে আসা চারটি মডেলের সাথেই ন্যূনতম পাঁচ বছরের সফ্টওয়্যার সাপোর্ট প্রদান করা হবে। তুলনার খাতিরে জানিয়ে রাখি, গুগল (Google) এবং স্যামসাং (Samsung) উভয় অ্যান্ড্রয়েড মোবাইল নির্মাতা তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের সাথে সাত বছরের সফ্টওয়্যার সাপোর্ট দেয়। অর্থাৎ অ্যাপল কিছুটা হলেও এক্ষেত্রে পিছিয়ে আছে।
অনেকেরই মনে হতে পারে, দুই বছরের এই ফারাকের কারণে ক্রেতারা হয়তো অ্যাপলের তুলনায় স্যামসাং বা গুগল নির্মিত হ্যান্ডসেট বেছে নিতে অধিক পছন্দ করবেন। কিন্তু একটা বিষয় বোঝা দরকার, টেক জায়ান্টটি যে পাঁচ বছরের সফ্টওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতি দিয়েছে তা একটা বেসলাইন মাত্র, কোনো নির্দিষ্ট টাইমলাইন নয়। আরো সহজ করে বললে, অ্যাপল পাঁচ বছর ধরে ধারাবাহিক আপডেট প্রদানের গ্যারান্টি দিচ্ছে।
তবে নির্ধারিত সময়ের পর সংস্থাটি চাইলে সাপোর্ট টাইম বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, এমন অনেক পুরানো প্রজন্মের আইফোন মডেল আছে যেগুলির জন্য দুই বা তিন বছরের সাপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু পরে দেখা যে ডিভাইসগুলি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আপডেট পেয়েছে। iPhone 15 সিরিজের সাথেও এমনটা করা হতে পারে।
Apple যুক্তরাজ্য দ্বারা জারি করা আইনের চাপে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেও, একদিক থেকে লাভবানই হয়েছে। কেননা iPhone ব্যবহারকারীরা এখন অর্ধ দশক ধরে 'গ্যারেন্টেড' ধারাবাহিক আপডেট এবং নতুন ফিচার উপভোগের নিশ্চয়তা পাওয়ায় টিম কুকের ব্যাপক প্রশংসা করছেন সোশ্যাল মিডিয়ায়।