সস্তা হয়ে গেল 200 মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোন, পাবেন বড় ব্যাটারি সহ 12 জিবি পর্যন্ত র‌্যাম

By :  techgup
Update: 2023-11-06 08:24 GMT

আপনি যদি ফটোগ্রাফির শখ পূরণের জন্য এই দীপাবলিতে দুর্দান্ত ক্যামেরার একটি ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। এই সেলে বাম্পার ডিসকাউন্টসহ স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সেল শেষ হবে ১১ নভেম্বর। তাই অফার শেষ হওয়ার আগে সুযোগটি কাজে লাগান। এখানে আমরা আপনাকে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসা একটি 5G ফোন সম্পর্কে বলবো, যার নাম Realme 11 Pro+ 5G।

অনেক কমে কিনুন ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 11 Pro+ 5G

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এরমধ্যে ২৯,৯৯৯ টাকা এমআরপি সহ আসা ফোনটির ৮ জিবি র‌্যাম সংস্করণটি ফ্ল্যাট ৪,০০০ টাকা ছাড়ে ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট এই মডেলের উপর ১৭,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে।

আবার ৩২,৯৯৯ টাকা এমআরপি সহ আসা ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি ৩,০০০ টাকা ডিসকাউন্টে ২৯,৯ টাকায় কেনা যাবে। আবার ফ্লিপকার্ট এই মডেলের সাথে ২১,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এই পুরো এক্সচেঞ্জ বোনাস পাওয়া গেলে ১২ জিবি র‌্যাম মডেলটির কার্যকর মূল্য হবে ৮,৫৯৯ টাকা।

Realme 11 Pro+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেটে আসে। ফোনটির ব্যাক প্যানেলে প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসরে উপস্থিত। ফটোগ্রাফির জন্য এতে তিনটি রিয়ার ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলি হল ওআইএসসহ ২০০ মেগাপিক্সেল সুপার জুম ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিওর জন্য ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে ৩৬ মিনিট।

Tags:    

Similar News