Redmi থেকে Realme, ১০ হাজার টাকার কমে সেরা পাঁচটি মোবাইল ফোন দেখে নিন
Smartphone ছাড়া মানুষ এখন অচল। বর্তমানে বিনোদন থেকে শুরু করে টাকা পয়সার লেনদেনও মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। যদিও অনেকেই ইচ্ছে থাকলেও বাজেটের জন্য ভালো স্মার্টফোন কিনতে পারেন না। তবে আজ আমরা এই প্রতিবেদনে পাঁচটি এমন ফোন সম্পর্কে আলোচনা করব, যেগুলি বাজেটের পাওয়া যাচ্ছে। আর এই সাশ্রয়ী মূল্যের ফোনগুলিতে আপনি পেয়ে যাবেন অসাধারণ ফিচার। যে পাঁচটি ডিভাইস সম্পর্কে আলোচনা করা হবে সেইগুলি হলো - Poco M5, Realme C53, Poco M3, Redmi 12C এবং Moto G13। চলুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
১০০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোন
Realme C53
রিয়েলমির এই স্মার্টফোনে ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আর এই স্মার্টফোনটির অ্যাসপেক্ট রেশিও ২০:৯। সফটওয়্যারের ক্ষেত্রে এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে রান করে। আর পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর ইউনিসক টাইগার টি৬১২ (১২এনএম) প্রসেসর দেওয়া হয়েছে। এই ডিভাইসটি ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। আর সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করা এই ডিভাইসটি ৩০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। Realme C53-এর ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা।
Poco M3
১০০০০ টাকার মধ্যে পোকো এম৩ স্মার্টফোনে আছে ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০×২৩৪০ পিক্সেল এবং এর অ্যাসপেক্ট রেশি ১৯.৫:৯। এছাড়াও, পারফরম্যান্সের জন্য এতে অক্টাকোর কোয়ালকম এসএম৬১১৫ স্ন্যাপড্রাগন ৬৬২ (১১এনএম) প্রসেসর উপস্থিত।
ডিভাইসটির পিছনের প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত। এছাড়াও এতে এফ/২.১ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ডিভাইসে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই-এ রান করে। পোকো এম৩-এর প্রারম্ভিক মূল্য প্রায় ১১,৯৯৯ টাকা।
Redmi 12C
১০ হাজার টাকার কমে রেডমির এই স্মার্টফোনে আছে ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x ১৬৫০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। পারফরম্যান্সের জন্য এতে অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৬৯জেড হেলিও জি ৮৫ (১২ এনএম) প্রসেসর দেওয়া হয়েছে। এতে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই স্মার্টফোনের সামনে এফ/২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। এছাড়া এটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে। Amazon-এ রেডমি ১২সি-এর ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৭,৭৯৯ টাকায়।
Moto G13
মোটোরোলার এই স্মার্টফোনে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এই স্মার্টফোনে ছবি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি এতে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও উপস্থিত। অ্যান্ড্রয়েড ১৩ চালিত এই স্মার্টফোনে অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৬৯জেড (২এনএম) প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২০ ওয়াট চার্জিং সমর্থন করে। এই স্মার্টফোনটি ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। ই-কমার্স সাইট Flipkart-এ Moto G13-এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে।
Poco M5
পোকোর এই স্মার্টফোনে আছে ৬.৫৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনটি ব্যবহারকারীদের ১০৮০x২৪০৮ পিক্সেল রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আর এর অ্যাসপেক্ট রেশি হলো ২০:৯। এছাড়াও, এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য রয়েছে অক্টাকোর মিডিয়াটেক এমটি৮৭৮১ হেলিও জি৯৯ (৬ এনএম) প্রসেসর। আর ডিভাইসটির ব্যাক প্যানেলে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/২.৪ অ্যাপারচারের ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং একটি এফ/২.৪ অ্যাপারচারের ২ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। তাছাড়াও, সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য এর সামনে এফ/২.২ অ্যাপারচারের একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। এতে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ১২ বেসড এই ফোনটি এমআইইউআই দ্বারা কাজ করে। এছাড়াও, এই ডিভাইসে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। Poco M5 এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে এখন ১০,৪৯৯ টাকায়। তবে অফারে এটি এখন আরও সস্তায় উপলব্ধ।