অলরাউন্ডার 5G স্মার্টফোন এখন সবচেয়ে কম দামে, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ শক্তিশালী ব্যাটারি
Motorola G সিরিজের অলরাউন্ডার 5G ফোন Moto G62 এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্টের এমআরপি ২১,৯৯৯ টাকা। তবে ব্যাংক অফারসহ ফ্লিপকার্ট থেকে আপনি এটি ১৪,৪৯৯ টাকায় কিনতে পারবেন। আবার এক্সচেঞ্জ অফারের লাভ উঠিয়ে আপনি ১৪,৯৫০ টাকা পর্যন্ত সস্তায় এই ফোনটি বাড়ি আনতে পারবেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনের ব্র্যান্ড ও কন্ডিশনের ওপর নির্ভর করবে।
স্পেসিফিকেশন ও ফিচার
Motorola-র 5G ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সমর্থন করে। এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ।
এই ব্যাটারি ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২। কানেক্টিভিটির জন্য এতে ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১ এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাকের মতো অপশন দেওয়া হয়েছে। এই ফোনটি মিডনাইট গ্রে এবং ফ্রস্টেড ব্লু কালারে পাওয়া যায়।