Flipkart-এ শুরু হতে চলেছে হরির লুট Sale! সবচেয়ে কম দামে কেনা যাবে iPhone 14 ও iPhone 14 Plus
বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart, তার সবচেয়ে বড় ফেস্টিভ সেল Flipkart Big Billion Days 2023 আয়োজনের প্রস্তুতি নিচ্ছে৷ ইতিমধ্যে সংস্থা, সেলের দামে কিছু কিছু প্রোডাক্ট কেনার সুযোগ দিচ্ছে বলে দাবি করছে বটে, তবে বেশির মানুষই উৎসবের মরসুমের কেনাকাটায় বিশেষ অফার পেতে Big Billion Days শুরু হওয়ার অপেক্ষায় আছেন। সেক্ষেত্রে Flipkart ইউজারদের জন্য এবারের বিক্রয়পর্বটি আরও বিশেষ হতে চলেছে বলে মনে হচ্ছে, মূলত যারা আইফোন কিনতে চান তাদের জন্য এটি বিশাল লাভজনক হবে। আসলে সেল শুরু হওয়ার আগে সংস্থাটি ঘোষণা করেছে যে, Flipkart Big Billion Days-এ সবচেয়ে কম দামে iPhone 14 এবং iPhone 14 Plus মডেল কেনা যাবে।
Flipkart Sale: iPhone 14-এর দাম ৫০ হাজার টাকায় নেমে আসবে
এই মুহূর্তে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে অ্যাপল আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস ঠিক কী অফারে পাওয়া যাবে, সে বিষয়ে সংস্থা স্পষ্ট করে কিছু বলেনি। আগামী ১লা অক্টোবর এগুলির বিশেষ দাম প্রকাশ হবে। তবে, বিজ্ঞাপনী প্রচারের উপর ভিত্তি করে অনুমান করা যায়, এক্ষেত্রে গতবছর লঞ্চ হওয়া আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা দামে কেনা যাবে।
আসলে নতুন সিরিজ লঞ্চ হলে পুরোনো আইফোনের দাম অনেকটাই কমে যায়। যেমন ২০২১ সাল ও ২০২২ সালের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 12 এবং iPhone 13 মডেলগুলিও কম দামে বিক্রি হয়েছিল। তাই এবারে আইফোন ১৪ বা আইফোন ১৪ প্লাসের দাম এতটা কমে আসা আশ্চর্যজনক কিছু নয়!
Apple iPhone 14 এবং iPhone 14 Plus-এর স্পেসিফিকেশন
অ্যাপল আইফোন ১৪ মডেলে ৬.১ ইঞ্চি এবং আইফোন ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে আছে, যা ১,২০০ নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর প্রযুক্তি এবং সিরামিক শিল্ড প্রোটেকশনসহ আসে। পারফরম্যান্সের জন্য দুটি স্মার্টফোনেই কোম্পানির নিজস্ব এ১৫ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। এছাড়া উভয়েই ২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ লাইটনিং পোর্ট বহন করবে। অন্যদিকে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি ৫জি (5G) নেটওয়ার্ক সাপোর্ট করে।