ছোটো iPhone এর উপর বড় অফার, ৩০ হাজার টাকা পর্যন্ত সস্তা, এখান থেকে কিনুন

By :  SUPARNA
Update: 2022-11-12 09:31 GMT

ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart বর্তমানে তাদের অফিসিয়াল সাইটে বেশ কয়েকটি Apple iPhone মডেলের সাথে দুর্দান্ত ডিল অফার করছে। যার মধ্যে ২০২১ সালে আগত iPhone 13 Mini মডেলের সাথে লোভনীয় অফার মিলছে। ডিসকাউন্ট ও যাবতীয় অফারের পর উক্ত হ্যান্ডসেটকে প্রায় অর্ধেক দামে অর্থাৎ ৩৪,৪০০ টাকারও কমে পকেটস্থ করে নেওয়া যাবে। ফলে এতো সাশ্রয়ী মূল্যে একটি Apple ডিভাইস কেনার সুযোগ একদমই হাতছাড়া করা উচিত হবে না, কারণ এমন ডিল সবসময় পাওয়া যায় না।

Flipkart -এ Apple iPhone 13 mini মডেলের সাথে মিলছে বাম্পার অফার

ভারতে আইফোন ১৩ মিনি ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা রাখা হয়েছে। তবে ফ্লিপকার্ট বর্তমানে উক্ত মডেলকে ১৫% অর্থাৎ ৯,৯১০ টাকা ডিসকাউন্টের সাথে ৫৪,৯৯০ টাকায় বিক্রি করার ঘোষণা করেছে। এছাড়া অন্যান্য অফারের কথা বললে, আপনারা যদি পুরানো স্মার্টফোন ট্রেড-ইন করে এই মিনি মডেলটি কেনেন, তাহলে ২০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন৷ ফলে ডিসকাউন্টের পাশাপাশি পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আইফোন ১৩ মিনি -কে কেবল ৩৪,৪৯০ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে! তবে আগেই বলে দিই এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ আপনার বিদ্যমান স্মার্টফোনের মডেল নম্বর, ব্র্যান্ড, আঞ্চলিক উপলব্ধতা এবং বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে।

আবার Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডহোল্ডাররা ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। উপরন্তু, ক্রেতারা HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও আপনারা আইফোন ১৩ মিনি মডেলের সাথে ৯৯৯ টাকা মূল্যের এক্সাম প্রিপারেশন লেসন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করার সুযোগ পাবেন।

Apple iPhone 13 mini এর স্পেসিফিকেশন

আইফোন ১৩ মিনি একটি ৫.৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে সহযোগে এসেছে। এতে OLED প্যানেল ব্যবহার করা হয়েছে। উক্ত ফোনটি অ্যাপলের অত্যাধুনিক এ১৫ বায়োনিক প্রসেসর দ্বারা পরিচালিত। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৫ (iOS 15) ভার্সন পাওয়া যাবে। যদিও পরিবর্তী সময়ে আইওএস ১৫.৫ বা ১৬ ভার্সন পর্যন্ত ওএস আপগ্রেড করা যাবে। এতে ৪ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই মিনি মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) টেকনোলজি ও এফ/১.৬ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং ১২০॰ ফিল্ড অফ ভিউ ও এফ/২.৪ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে এফ/২.২ অ্যাপারচার সমেত একটি ১২ মেগাপিক্সেল ট্রুডেপ্থ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ডেপ্থ হয়েছে। পাওয়ার ব্যাকআপের কথা বললে আইফোন ১৩ মিনি মডেলে একটি ২,৪৩৮ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুযায়ী, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করবে এবং একক চার্জে সতেরো ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করবে।

Tags:    

Similar News