রূপে-গুণে দুর্ধর্ষ, গ্লোবাল লঞ্চের আগেই Oppo Reno 10 Pro-র ছবি ও স্পেসিফিকেশন লিক
ওপ্পো (Oppo) গত মে মাসে চীনে Reno 10 সিরিজ লঞ্চ করেছে। আর এখন, ব্র্যান্ডটি Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ মডেলগুলির গ্লোবাল লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। যা খবর, Reno 10 সিরিজ চীনের বাইরে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য ও ডিজাইনের সঙ্গে আসতে চলেছে। বিশ্ববাজারে লঞ্চের পূর্বে এখন Reno 10 Pro এর গ্লোবাল ভার্সনের ছবি এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। আসুন Oppo Reno 10 Pro-এর গ্লোবাল এবং চীনা ভার্সনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে জেনে নেওয়া যাক।
OPPO Reno 10 Pro (Global): স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার স্নুপি টেক এবং সুধাংশু আম্ভোরে যৌথভাবে দাবি করেছেন যে, ভারত সহ বিশ্ববাজারে ওপ্পো রেনো ১০ প্রো-তে ২,৪১২ x ১,০৮০ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.০৭ বিলিয়ন কালার এবং ২০.১:৯ অ্যাসপেক্ট অফার করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং যা ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে এতে। এছাড়াও, ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট থাকবে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো ১০ প্রো-এর গ্লোবাল মডেলের রিয়ার ক্যামেরা সিস্টেমে বড় ১/১.৫৬ ইঞ্চির সেন্সর, এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে। ফোনের সামনে, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে, যা উচ্চ-মানের পোর্ট্রেট ছবি তুলতে সাহায্য করবে।
পাওয়ায় ব্যাকআপের ক্ষেত্রে, Oppo Reno 10 Pro-এ ৮০ ওয়াট সুপারভোক (SUPERVOOC) চার্জিং প্রযুক্তি সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে চলবে৷ এছাড়াও, মিলবে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল ন্যানো সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, একটি ইউএসবি-সি পোর্ট এবং ধুলো এবং জল প্রতিরোধী আইপি৫৪ রেটিং।