5G Phones Under 10,000: ১০ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে এই ৫জি স্মার্টফোন, দারুন অফার

By :  ANKITA
Update: 2024-07-09 08:53 GMT

আপনি যদি ১০ হাজার টাকার কম দামে কোনো ফোন কিনতে চান তবে ফ্লিপকার্টে আপনার জন্য রয়েছে দুর্দান্ত অফার। এই বাম্পার ডিলে মোটোরোলা জি সিরিজের ৫জি ফোন কেনা যাবে বিশাল ছাড়ে। আমরা যে ফোনটির কথা বলছি তার নাম মোটোরোলা জি৩৪ ৫জি। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা এই ফোনের দাম ১০,৯৯৯ টাকা। তবে অফারে আপনি ১ হাজার টাকা ব্যাংক ডিসকাউন্ট সহ এটি কিনতে পারবেন। এই ছাড়ের জন্য অ্যাক্সিস বা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার ৩৮৭ টাকা ইএমআই দিয়েও মোটোরোলা জি৩৪ ৫জি বাড়ি নিয়ে আসা যাবে।

অফার এখানেই শেষ নয়, মোটো ফোনটির সাথে ৮,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। এদিকে আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকে তবে আপনি মোটোরোলা জি৩৪ ৫জি কেনার সময় ৫% ক্যাশব্যাক পাবেন। প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইনের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে অনেক দুর্দান্ত ফিচার।

১০ হাজার টাকা কমে কিনতে পারা মোটোরোলা জি৩৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন

মোটোরোলা জি৩৪ ৫জি ফোনে ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে। ২০:৯ এর আসপেক্ট রেশিও অফার করা এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ৫৮০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনটিতে পান্ডা গ্লাসও দেওয়া হয়েছে। এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

প্রসেসর হিসেবে মোটোরোলা জি৩৪ ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটিতে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের মেইন লেন্স। একই সঙ্গে সেলফির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ৫০০০ এমএএইচ, যা ২০ ওয়াট টার্বো পাওয়ার সাপোর্ট করে। স্ট্রং সাউন্ডের জন্য এতে আছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাউন্ড।

Tags:    

Similar News