HMD Fusion স্মার্টফোন কিনতে চাইবে সবাই, বাড়িতে বসে সারানোর সুবিধা সহ থাকবে বিভিন্ন ব্যাক কভার
এইচএমডি গ্লোবাল ভারতে তাদের নতুন স্মার্টফোন HMD Fusion লঞ্চ করতে চলেছে। গ্লোবাল মার্কেটে ডিভাইসটি গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করেছে। এবার ভারতে আসছে। যদিও নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে নিয়মিত এদেশে এর টিজার প্রকাশ করা হচ্ছে। নতুন এই ফিউশন ফোনের আকর্ষণ মডিউলার ডিজাইন ও সেলফ রিপেয়ার পরিষেবা।
HMD Fusion স্মার্টফোন ভারতে স্মার্ট আউটফিট সিস্টেম সহ লঞ্চ হবে
সম্প্রতি এইচএমডি গ্লোবাল ভারতে আসন্ন ফিউশন ফোনের মুখ্য ফিচার সামনে এনেছে। জানা গেছে এতে 'স্মার্ট আউটফিট' সিস্টেম থাকবে। ছয়টি পিন দিয়ে ব্যাক প্যানেলে মডিউলগুলি ব্যবহার করা যাবে। এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবে ব্যবহারকারীরা। কারণ মডিউলগুলির মধ্যে গেমিং আউটফিট, ক্যামেরা-সার্কেলিং এলইডি লাইট সহ ফ্ল্যাশি আউটফিট, ক্যাজুয়াল আউটফিট, রাগড আউটফিট।
সেলফ রিপেয়ার পরিষেবা
এছাড়া এইচএমডি ফিউশন স্মার্টফোন সেলফ রিপেয়ার সুবিধা সহ ভারতে লঞ্চ হবে। এরফলে বাড়িতে বসেই ব্যবহারকারীরা কিট ব্যবহার করে ফোনের কম্পোনেন্ট বদলাতে পারবে। এই পরিষেবা ব্র্যান্ডকে যথেষ্ট জনপ্রিয়তা এনে দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছে।
HMD Fusion এর স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই স্ক্রিন ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে।
অতিরিক্ত ফিচারের মধ্যে এইচএমডি ফিউশন ফোনে আইপি৫৪ রেটিং উপস্থিত। অর্থাৎ জল ও ধুলোতে সুরক্ষিত থাকবে ডিভাইসটি। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.১ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।