Honor 70 5G ইউনিক লুক সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল, রয়েছে Snapdragon 778G প্রসেসর
Honor 70 5G আজ মালয়েশিয়ায় লঞ্চ হল। গত মে মাসে ফোনটি চীনে আত্মপ্রকাশ করেছিল। এই মিড রেঞ্জ ফোনে পাওয়া যাবে ওলেড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার Honor 70 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ও ৪,৮০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। ফোনটির ডিজাইন প্রিমিয়াম এবং দেখতেও ইউনিক। আসুন Honor 70 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অনর ৭০ ৫জি দাম (Honor 70 5G Price in Malaysia)
অনর ৭০ ৫জি ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৯৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ৩৫,৫০০ টাকার সমান। ফোনটি এই মুহূর্তে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ভারত সহ অন্যান্য মার্কেটে অনর ৭০ ৫জি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
অনর ৭০ ৫জি স্পেসিফিকেশন, ফিচার (Honor 70 5G Specifications, Features)
অনর ৭০ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড কার্ভড পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আবার ফোনটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮০০ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
Honor 70 5G ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল সিম, 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট।