যেমন দুর্ধর্ষ ক্যামেরা তেমন চোখধাঁধানো ডিজাইন, Honor-এর নতুন ফোনে চমক
অনর গত সপ্তাহে একটি লঞ্চ ইভেন্টে Honor Magic 6, Magic 6 Pro ও Magic V2 RSR Porsche Design ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে। অন্যদিকে, Magic 6 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের আগে, বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে লাইনআপটিতে বিখ্যাত প্রোডাক্ট ডিজাইন স্টুডিও, পোর্শে ডিজাইন (Porsche Design) দ্বারা নকশা করা একটি স্পেশাল মডেলও থাকবে। কিন্তু সেটির বিষয়ে লঞ্চের সময় কোনও ঘোষণা করা হয়নি। তবে এখন একটি সূত্র মারফৎ জানা গেছে যে, Honor Magic 6 RSR Porsche Design মডেলটির ওপর এখনও কাজ চলছে এবং এটি আগামী কয়েক মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে পারে।
কেমন হতে চলেছে Honor Magic 6 RSR Porsche Design?
অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইন সম্ভবত গত বছর মার্চ মাসে লঞ্চ হওয়া ম্যাজিক ৫ আলটিমেটের উত্তরসূরি হবে। গত সপ্তাহে, সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছিলেন যে ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন, শাওমি ১৪ আল্ট্রা এবং অনর ম্যাজিক ৬ আরএসআর প্রায় একই সময় নাগাদ লঞ্চ হবে। অর্থাৎ, চীনে লঞ্চের পর এই তিনটি প্রিমিয়াম ফোনের মধ্যে জোর প্রতিযোগিতা দেখা যেতে পারে।
এছাড়াও বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইন হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে ১-ইঞ্চি ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০কে (OmniVision OV50K) ক্যামেরা সেন্সরটি থাকবে। টিপস্টার ডিসিএস জানিয়েছেন যে, অনর মার্চ মাসে ডিভাইসটিকে চীনে লঞ্চ করার পরিকল্পনা করছে। সাথে যোগ করেছেন যে বর্তমানে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ডায়নামিক রেঞ্জ অফার করা সেন্সর, ওমনিভিশন ওভি৫০কে সনি-এর লেটেস্ট এলওয়াইটি-৯০০ (LYT-900)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা একটি বড় অ্যাপারচার সহ আসে।
তাই, দেখা যাচ্ছে যে Honor Magic 6 RSR Porsche Design ফোনটি Oppo Find X7 Ultra, Xiaomi 14 Ultra এবং Vivo X00 Pro+ (বা X100 Ultra)-এর মতো ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দেবে। ইতিমধ্যেই লঞ্চ হওয়া অন্যান্য Honor Magic 6 সিরিজের ফোনের মতো, প্রিমিয়াম RSR ভার্সনেও Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহৃত হবে বলে জানা গেছে। এছাড়াও, মনে করা হচ্ছে যে,, বেশিরভাগ স্পেসিফিকেশনই Honor Magic 6 Pro-এর মতো হতে পারে।