পিছনে 108MP, সামনে 32MP, দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজার কাঁপাতে হাজির হল Honor X8b

Update: 2023-12-18 06:44 GMT

Honor X8 গত মার্চ মাসে বাজারে এসেছিল। নতুন বছর শুরু হওয়ার আগে এখন স্মার্টফোনটির একটি উন্নত সংস্করণ হিসাবে Honor X8b মিড-রেঞ্চে লঞ্চ হয়েছে। X-সিরিজের এই ফোনটি এলসিডি প্যানেলের পরিবর্তে অ্যামোলেড স্ক্রিন এবং উন্নততর ক্যামের সহ একাধিক আপগ্রেড অফার করে৷ চলুন Honor X8b এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Honor X8b-এর স্পেসিফিকেশন এবং ফিচার

নবাগত অনর এক্স৮বি-তে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেল রয়েছে, যা ২,৪১২ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,২৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ২,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, এই অনর ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। অনর এক্স৮বি তিনটি মেমরি অপশনে লঞ্চ হয়েছে - ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম +২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ (Magic OS 7.2) কাস্টম স্কিনে রান করে, যা ম্যাজিক ক্যাপসুল নোটিফিকেশন ফিচারটি সাপোর্ট করে। এটি অ্যাপল আইফোনের ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ ডিসপ্লের ওপরে থাকা নোটিফিকেশন প্রদর্শনকারী একটি ফিচার।

ফটোগ্রাফির জন্য, Honor X8b-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের ডিসপ্লের ওপরের পিল-আকৃতির কাটআউটে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং সফ্ট-এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X8b-এ ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ডিভাইসটিতে ডুয়েল সিম, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্যঅন্তর্ভুক্ত রয়েছে।

Honor X8b-এর দাম এবং লভ্যতা

সৌদি আরবে, Honor X8b-এর প্রারম্ভিক মূল্য প্রায় ২৪০ ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৯,৯২৫ টাকার সমান। এটি তিনটি শেডে পাওয়া যাবে - মিডনাইট ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং গ্ল্যামারাস গ্রিন। Honor X8b ভারতে আসবে কিনা, সেসম্পর্কে কোম্পানির তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Tags:    

Similar News