60MP সেলফি ক্যামেরায় বাজিমাত করবে Huawei Nova 12, থাকবে LED রিং লাইট

Update: 2023-11-23 07:05 GMT

হুয়াওয়ে (Huawei) শীঘ্রই Nova 12 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। সিরিজটি গত এপ্রিলে লঞ্চ হওয়া Huawei Nova 11 সিরিজের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই আপকামিং Nova লাইনআপ সম্পর্কে নানা জল্পনা ভেসে বেড়াচ্ছে। চলতি মাসেই Nova 12 Pro মডেলটির ডিজাইন একটি ফাঁস হওয়া রেন্ডারে দেখা গেছে। আর এখন স্ট্যান্ডার্ড Nova 12 ফোনের একটি রেন্ডার সোশ্যাল শেয়ার করা হয়েছে, যা আসন্ন ফোনটির ডিজাইনটি প্রদর্শন করেছে। এই হুয়াওয়ে ফোনটি কেমন দেখতে হবে, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Huawei Nova 12-এর রেন্ডার

এক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) ইউজার দ্বারা শেয়ার করা রেন্ডার অনুসারে, হুয়াওয়ে নোভা ১২-এর চার দিকেই কার্ভড এজ রয়েছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি ফোনের ডান ফ্রেমে দেখা যাবে। অনুমান করা হচ্ছে যে, ফোনটিতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এটি ওলেড (OLED) ডিসপ্লে প্যানেলের সাথে আসবে।

আবার, হুয়াওয়ে নোভা ১২-এর রিয়ার প্যানেলে একটি বড় পিল-আকৃতির ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে তিনটি সেন্সর অবস্থান করবে। ওপরের দিকে বড় সেন্সরটি একটি সোনালী রঙের রিং দ্বারা বেষ্টিত হবে। এছাড়া, ফাঁস হওয়া রেন্ডারটি এলইডি রিং লাইট সহ একটি ছোট ক্যামেরাও প্রদর্শন করেছে। ডিভাইসটিকে ম্যাট ফিনিশ ব্ল্যাক কালার অপশনে দেখা যাচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, Huawei Nova 12 ফোনটি Kirin 830 প্রসেসরে চলবে বলে শোনা যাচ্ছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৮৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে। ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং পোর্ট্রেট আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে। এছাড়া, ১২০ হার্টজ ডিসপ্লে এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট থাকবে বলেও শোনা যাচ্ছে।

Tags:    

Similar News