60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসছে Huawei Nova 12 Pro ও Nova 12 Ultra

By :  SUPARNA
Update: 2023-12-23 15:13 GMT

Huawei বর্তমানে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Huawei Nova 12 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও এতদিন আলোচ্য লাইনআপের আগমনের সময়সূচি সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। তবে আজ স্বয়ং সংস্থার পক্ষ থেকে আসন্ন এই সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করা হল, যা কিনা আগামী ২৬শে ডিসেম্বর নির্ধারিত হয়েছে। জানা গেছে উক্ত সিরিজের অধীনে মোট তিনটি মডেল আসবে, যথা - স্ট্যান্ডার্ড Huawei Nova 12, Nova 12 Pro, এবং টপ-এন্ড Nova 12 Ultra। প্রসঙ্গত সংস্থার এই ঘোষণার পাশাপাশি, বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) -কে সিরিজের উচ্চতর দুটি মডেলের ক্যামেরা ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে নিয়ে আসতে দেখা গেল।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জনিয়েছেন, হুয়াওয়ে নোভা ১২ প্রো এবং নোভা ১২ আল্ট্রা স্মার্টফোন দুটি ভ্যারিয়েবল এফ/১.৪-৪.০ অ্যাপারচার সমর্থিত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে লঞ্চ হবে। এক্ষেত্রে, ডিভাইসগুলিতে বিদ্যমান ক্যামেরা মডিউল - হুয়াওয়ে নোভা ১১ আল্ট্রা, হুয়াওয়ে পি৬০ প্রো এবং হুয়াওয়ে মেট ৬০ সিরিজেও উপস্থিত। ফলে মনে করা হচ্ছে, একই ক্যামেরা মডিউলের সাথে আসার দরুন আপকামিং মডেল দুটির ক্যামেরা পারফরম্যান্স উল্লেখিত ফোনগুলির অনুরূপ হবে। তবে লিকস্টার সাফ জানিয়ে দিয়েছেন যে, নোভা ১২ সিরিজের কোনো ফোনেই পেরিস্কোপ শ্যুটার থাকবে না।

এদিকে, Huawei Nova 12 Pro এবং Nova 12 Ultra স্মার্টফোনের সেলফি বিভাগ মুগ্ধ করতে পারে ইউজারদের। কেননা, ফোন-দ্বয়ের সামনে ডুয়েল সেলফি ক্যামেরা ইউনিট থাকবে। এগুলি - ৬০ মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট শুটার এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা হতে পারে। দেখতে গেলে, পূর্বসূরি হুয়াওয়ে নোভা ১১ প্রো এবং নোভা ১১ আল্ট্রা মডেলেও এই একই ফ্রন্ট ক্যামেরা সেটআপ বর্তমান। তবে পার্থক্য হিসাবে, ফোনগুলির সেকেন্ডারি শ্যুটারটি ২এক্স জুম সমর্থিত একটি টেলিফটো ক্যামেরা হবে বলে দাবি করেছেন টিপস্টার।

এছাড়া জানা গেছে, Huawei Nova 12 Pro এবং Nova 12 Ultra স্মার্টফোনে ১.৫কে বা ১২২০পিক্সেল রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল দেওয়া হবে।

উল্লেখিত তথ্যাদি ব্যতীত আপকামিং Huawei Nova 12 সিরিজের অন্যান্য ফিচার সম্পর্কে এই মুহূর্তে আর কিছু জানা সম্ভব হয়নি।

Tags:    

Similar News