সস্তা iPhone SE 4 মডেলেও থাকবে একাধিক চমক, ইউএসবি পোর্ট সহ দেখা যাবে বিশেষ অ্যাকশন বাটন

By :  techgup
Update: 2023-08-14 08:24 GMT

আগামী বছর লঞ্চ হতে পারে iPhone SE 2024 বা iPhone SE 4। ইতিমধ্যেই এই সস্তা আইফোন নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে, পূর্বসূরীর তুলনায় নয়া মডেলে বড় ডিসপ্লে দেখা যাবে। এখন আবার একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে iPhone SE এর চতুর্থ প্রজন্মে ইউএসবি টাইপ সি পোর্ট ও নতুন অ্যাকশন বাটন দেওয়া হবে।

টুইটারে (বর্তমানে X) Unknownz21 নামের এক টিপস্টার উল্লেখিত তথ্যগুলি শেয়ার করেছেন। তিনি আরও বলেছেন যে, iPhone SE 2024 বা iPhone SE 4 মডেলের ডিজাইন iPhone 14 এর মতো হবে। আবার এতে ফেস আইডি থাকবে।

টিপস্টার জানিয়েছেন, আসন্ন iPhone 15 Pro ও iPhone 15 Pro Max মডেলে থাকা অ্যাকশন বাটন, iPhone SE 4 মডলেও দেওয়া হবে। তবে ক্যামেরা ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হবে না। তবে সেন্সরের ক্ষেত্রে আপগ্রেডেশন দেখা যেতে পারে।

এর আগে জনপ্রিয় Apple প্রোডাক্ট অ্যানালিস্ট মিং চি কুও জানিয়েছিলেন যে, আইফোন এসই ৪ ফোনে ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে তৈরি করছে চীনের সংস্থা বিওই। আর এতে ৫জি ব্যান্ডের সংখ্যা বাড়ানো হবে। কুও-এর দাবি, ইতিমধ্যেই ডিভাইসটির ব্যাপক প্রোডাকশন শুরু হয়েছে।

Tags:    

Similar News