iQOO Neo 7 Pro ফোনের দাম ও লঞ্চের তারিখ ফাঁস হল, আপনার বাজেটে কুলোয় কিনা দেখুন

Update: 2023-06-02 13:14 GMT

আইকো কয়েক মাস আগেই, ভারতীয় বাজারে iQOO Neo 7 স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানিটি এদেশে আরও একটি Neo সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ যদিও আইকো আসন্ন ডিভাইসের নাম সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে, এটি iQOO Neo 7 Pro হিসাবে ভারতের বাজারে পা রাখবে। আর এখন, এক টিপস্টার এই হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ প্রকাশ করেছে। জানা যাচ্ছে, চলতি মাসেই Neo সিরিজের ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের তারিখের পাশাপাশি, টিপস্টার ভারতে iQOO Neo 7 Pro-এর সম্ভাব্য মূল্য সম্পর্কেও জানিয়েছেন।

iQOO Neo 7 Pro-এর লঞ্চের তারিখ এবং মূল্য ফাঁস

পারস গুগলানি টুইটারে আসন্ন আইকো নিও ৭ প্রো সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। টিপস্টারের দাবি, এটি আগামী ২০ জুন ভারতে লঞ্চ হবে ও শুধুমাত্র ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন থাকবে বলেও টুইটে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, পারস গুগলানি দাবি করেছেন যে ভারতে আইকো নিও ৭ প্রো-এর দাম ৩৮,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকার মধ্যে থাকবে। তবে এটি বেস ভ্যারিয়েন্টের মূল্য নাকি ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের, তা পরিষ্কার নয়। নিও ৭ প্রো-এর ভারতীয় ভ্যারিয়েন্ট সম্প্রতি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে।

আবার আরেকটি লিক থেকে জানা গেছে যে, iQOO Neo 7 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্ট চীনে লঞ্চ হওয়া iQOO Neo 8-এর রিব্যাজড সংস্করণ হবে। জানিয়ে রাখি, iQOO Neo 8 এবং iQOO Neo 8 Pro ফোন দুটি গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। এগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত। আসুন তাহলে স্ট্যান্ডার্ড iQOO Neo 8-এর চীনা ভ্যারিয়েন্টের (ভারতে Neo 7 Pro হিসাবে লঞ্চ হওয়ার জল্পনা রয়েছে) স্পেসিফিকেশন এবং ফিচারগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

iQOO Neo 8 (চীনা ভ্যারিয়েন্ট)-এর স্পেসিফিকেশন স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO Neo 8 মডেলে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ২,৮০০ × ১,২৬০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, এইচডিআর১০ সাপোর্ট করে। ডিভাইসটি অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত।

iQOO Neo 8 চীনে ১২ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, iQOO Neo 8-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিএন৫ সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে।

উন্নত ফটোগ্রাফির জন্য, এতে ভি১+ ইমেজিং চিপও ব্যবহার করা হয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 8-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

Tags:    

Similar News