সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন, লঞ্চের আগে iQOO Neo 8 Pro ঝড় তুললো AnTuTu বেঞ্চমার্ক সাইটে

Update: 2023-04-19 08:25 GMT

আইকো (iQOO) তাদের বেশ কয়েকটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। এই আসন্ন ডিভাইসগুলির মডেল নম্বর V2301A, V2302A এবং V2304A। এর মধ্যে V2301A এবং V2302A হল যথাক্রমে iQOO Neo 8 এবং Neo 8 Pro-এর মডেল নম্বর, যা চীনে মে মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। আর V2304A মডেল নম্বরটি iQOO 11S-এর অন্তর্গত৷ মডেল নম্বর ছাড়াও, হ্যান্ডসেটগুলি সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এখন আবার iQOO Neo 8 Pro (V2302A)-কে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে খুঁজে পাওয়া গেছে, যা এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এটি ইঙ্গিত করছে যে, ফোনটি আসন্ন Dimensity 9200 Plus চিপসেট দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আসুন এই বেঞ্চমার্ক লিস্টিং থেকে আর কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

iQOO Neo 8 Pro-কে দেখা গেল AnTuTu বেঞ্চমার্ক ডেটাবেসে

টেকগোইং-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ৮ প্রো V2302A মডেল নম্বর সহ আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, এই হ্যান্ডসেটে একটি কর্টেক্স-এক্স৩ কোর, তিনটি কর্টেক্স-এ৭১৫ কোর এবং চারটি কর্টেক্স-এ৫১০ কোর সমন্বিত অঘোষিত ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসরটি ব্যবহার করা হবে। উল্লেখযোগ্য বিষয়টি হল, ১৩,৬৮,৫৯৭ আনটুটু স্কোরের সাথে এটি কোয়ালকমের সাম্প্রতিক ও সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপকেও ছাপিয়ে গেছে। প্রসঙ্গত, গত মাসে, SD8G2 চিপ সহ আসুসের আরওজি ফোন ৭ সিরিজ আনটুটু-তে ১৩,৪৬,১০৬ স্কোর অর্জন করেছিল।

এছাড়াও, আনটুটু তালিকাটি থেকে জানা গেছে যে আইকো নিও ৮ প্রো ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে অফার করবে, যা সম্ভবত একটি অ্যামোলেড (AMOLED) স্ক্রিন হবে।

আবার সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, iQOO Neo 8 Pro-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ x ১,২৬০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 8 Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর ডিভাইসটির পিছনে ১/১.৫ ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে।

এদিকে, রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্ট্যান্ডার্ড iQOO Neo 8-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। এর অন্যান্য বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি।

Tags:    

Similar News