সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন কিনুন আরও কম দামে, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। Infinix এর লেটেস্ট একটি 5G ফোন বর্তমানে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের মিয়ানি অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে লেদার ফিনিশ ব্যাক প্যানেল দেখা যাবে। আর এই ফোনের নাম হল Infinix Hot 30 5G। ডিভাইসটির টপ ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র্যাম। আর এই ভ্যারিয়েন্ট ১২,৯৫০ টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে।
Infinix Hot 30 5G ফোনের উপর ১২,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস
ইনফিনিক্স হট ৩০ ৫জি এই মুহূর্তে ফ্লিপকার্টে ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। এর ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১২,৪৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে। আবার ফ্লিপকার্ট ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টে ১১,৯০০ টাকা এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টে ১২,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে।
তাই আপনার যদি এক্সচেঞ্জ করার জন্য একটি পুরানো ফোন থাকে এবং আপনি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পেয়ে যান, তাহলে আপনি হাজার টাকার কমে Infinix Hot 30 5G খরিদ করতে পারবেন। শুধু তাই নয়, এর সাথে ব্যাংক অফারও রয়েছে।
Infinix Hot 30 5G এর বিশেষ বিশেষ ফিচার
Infinix Hot 30 5G এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৮৭০ নিটস ব্রাইটনেস সমর্থন করে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ কাস্টম স্কিন।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর এবং এআই সেকেন্ডারি লেন্সসহ দুটি রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফি তোলার জন্য এই হ্যান্ডসেটে ৮ মেগাপিক্সেল লেন্স উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে আইপি৫৪ রেটিং, স্টেরিও স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।