মাত্র 7999 টাকায় iPhone-এর মত ক্যামেরা, আগামীকাল প্রথমবার বিক্রি হবে Lava Yuva 2 Pro

Update: 2023-03-14 11:34 GMT

গত ফেব্রুয়ারিতে Lava Yuva 2 Pro নামে আরও একটি নতুন ফোন বাজারে এনেছে দেশীয় ব্র্যান্ড Lava। সেক্ষেত্রে আপনি যদি বিগত কয়েক সপ্তাহ ধরে এই 'মেড ইন ইন্ডিয়া' ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি দারুণ সুখবর! আগামীকাল অর্থাৎ ১৫ই মার্চ থেকেই হবে সমস্ত অবসান – Amazon India-য় একদম সস্তায় মিলবে Lava Yuva 2 Pro। হ্যাঁ, ফেব্রুয়ারিতে এটি অফলাইন মার্কেটে কেউ কেউ কিনতে সক্ষম হলেও, কাল থেকে এই ফোনটি আনুষ্ঠানিকভাবে বিক্রি হবে। এতে, ভালো প্রসেসরের সাথে উন্নত মানের ক্যামেরা, ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট ইত্যাদি ফিচার পাওয়া যাবে। অন্যদিকে ফার্স্ট সেলে এটি বিক্রি হবে ১,০০০ টাকা ছাড়ে। তো আসুন, এখন Lava Yuva 2 Pro-এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্যগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

Lava Yuva 2 Pro-এর দাম, অফার ও উপলভ্যতা

লাভা ইউভা ২ প্রো স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। তবে ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে কোম্পানি এই ফোনে হাজার টাকা ছাড় দেবে, যার ফলে এটি মাত্র ৭,৯৯৯ টাকায় কেনা যাবে। উল্লেখ্য, আগামীকাল দুপুর ১২টায় অ্যামাজনে এই ফোন প্রথমবারের মত বিক্রি হবে।

Lava Yuva 2 Pro-এর স্পেসিফিকেশন

নতুন লাভা ইউভা ২ প্রো স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ (রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে যার পিক্সেল ডেন্সিটি ২৬৯ পিপিআই। এক্ষেত্রে এই ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইউএফএস স্টোরেজ মিলবে। এছাড়া এর ক্রেতারা ভার্চুয়াল র‍্যাম ফিচার ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সফ্টওয়্যার ফ্রন্টে এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ওএসে চলবে, যা নেয়ার-স্টক এক্সপিরিয়েন্স এবং অপরিচিত (anonymous) কল রেকর্ডিংয়ের সুবিধা অফার করে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।

ফটোগ্রাফির জন্য লাভা ইউভা ২ প্রো-তে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেখা যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আবার অন্যান্য ফিচারের কথা বললে, হ্যান্ডসেটটি ইউএসবি টাইপ-পি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি অপশন বহন করবে।

Tags:    

Similar News