Lava Yuva 2 Pro: মাত্র 8499 টাকায় দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করল লাভা, কেনার আগে ফিচার দেখে নিন

By :  SUMAN
Update: 2023-02-20 17:38 GMT

২০২২ সালের ১১ই অক্টোবর ভারতের বাজারে পা রেখেছিল Lava Yuva Pro। আর আজ এর উত্তরসূরী অর্থাৎ Lava Yuva 2 Pro স্মার্টফোনের সেল শুরু হল। তবে এই খবর আমাদের কাছে যথেষ্ট আশ্চর্যের। কারণ দেশীয় সংস্থা Lava এই ফোনটির লঞ্চের তারিখই এখনও ঘোষণা করেনি। যদিও মুম্বাইয়ের দুই পরিচিত রিটেল স্টোর থেকে Lava Yuva 2 Pro কেনা যাচ্ছে।

তারা ফোনটির ছবিও প্রকাশ করেছে। জানা গেছে সদ্য আগত Lava হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশের ডিজাইন লেটেস্ট iPhone 14 -এর অনুরূপ। ডিভাইসটির ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের। আবার নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। সর্বোপরি ভারতে Lava Yuva 2 Pro স্মার্টফোনের দাম ৮,৫০০ টাকারও কম রাখা হয়েছে।

ভারতে লাভা ইউভা ২ প্রো -এর দাম (Lava Yuva 2 Pro price in india)

লাভা ইউভা ২ প্রো স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৮,৪৯৯ টাকা। এটি তিনটি আকর্ষণীয় কালার বিকল্পে এসেছে, যথা - পার্পেল, হোয়াইট এবং গ্রীন।

প্রসঙ্গত, ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজের সাথে আসা Lava Yuva Pro এর দাম রাখা হয়েছিল ৭,৭৯৯ টাকা

লাভা ইউভা ২ প্রো -এর স্পেসিফিকেশন (Lava Yuva 2 Pro specifications)

নতুন লাভা ইউভা ২ প্রো স্মার্টফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসরের সাথে এসেছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি UFS রম মিলবে। রিটেল বক্স থেকে আরও জানা গেছে যে, ফোনটি অতিরিক্তভাবে আরো ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে। ইউজাররা এতে মোট ৭ জিবি র‍্যাম ব্যবহারের সুবিধা পাবেন। আলোচ্য হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এই ওএস অন্যান্য লাভা ফোনের মতো নেয়ার-স্টক অভিজ্ঞতা এবং অজ্ঞাতনামা (anonymous) কল রেকর্ডিংয়ের সুবিধা অফার করে।

ফটোগ্রাফির জন্য Lava Yuva 2 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২টি VGA স্ন্যাপার। এদিকে ডিভাইসের সামনের দিকে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-পি পোর্টের মাধ্যমে চার্জযোগ্য। প্রসঙ্গত, Lava তাদের এই নতুন ডিভাইসের সাথে ভারতের শিক্ষার্থীদের জন্য ডাউটনাট (Doubtnut) -এর কোর্স মেটেরিয়ালের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

Tags:    

Similar News