Moto E22s: মাত্র ৮৯৯৯ টাকায় এত কিছু, মোটোরোলা লঞ্চ করল দুর্দান্ত ফিচারের বাজেট ফোন
মোটোরোলা (Motorola) আজ (১৭ অক্টোবর) ভারতের বাজারে তাদের লেটেস্ট ৪জি হ্যান্ডসেট, Moto E22s লঞ্চ করেছে। এই অলরাউন্ডার স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১০,০০০ টাকারও কম। উল্লেখযোগ্যভাবে, এতে একটি জল-প্রতিরোধী ডিজাইন রয়েছে, যা বাজেট সেগমেন্টে খুব একটা দেখা যায়না। Moto E22s ৯০ হার্টজের আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G37 চিপসেট, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন এই নবাগত মোটোরোলা ডিভাইসটির দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে মোটো ই২২এস-এর দাম - Moto E22s Price in India
ভারতীয় বাজারে মোটো ই২২এস-এর একমাত্র ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। হ্যান্ডসেটটি ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। আগামী ২২ অক্টোবর থেকে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে মোটো ই২২এস-এর সেল শুরু হবে৷
মোটো ই২২এস-এর স্পেসিফিকেশন - Moto E22s Specifications
মোটো ই২২এস-এ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং পান্ডা গ্লাসের সুরক্ষা অফার করে। এই ডিসপ্লেতে এইচডি+ রেজোলিউশন এবং ওয়াইডওয়াইন এল১ (Widewine L1) সার্টিফিকেশনের জন্য সাপোর্ট রয়েছে। মোটো ই২২এস-এর স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে যুক্ত। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এই নয়া মোটো ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Moto E22s-এর ব্যাক প্যানেলে ফেজ-ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করেছে মোটোরোলা। এর ক্যামেরা অ্যাপটি পোট্রেট, প্যানোরামা, নাইট ভিশন, ডুয়েল ক্যাপচার, লাইভ ফিল্টার-এর মতো একগুচ্ছ শুটিং মোড অফার করে। Moto E22s-এর ক্যামেরা দ্বারা ব্যবহারকারীরা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ফুল-এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম হবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য, Moto E22s-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা কোম্পানির দাবি অনুযায়ী দুই দিন পর্যন্ত চলবে। তবে, মোটোরোলা এর রিটেইল বক্সে শুধুমাত্র ১০ ওয়াটের একটি চার্জার অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তার জন্য, এই মোটো ফোনে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পরিশেষে, জল ও ধুলো প্রতিরোধের জন্য E22s আইপি৫২ (IP52) রেটিং সহ এসেছে।