Moto E22s বাজেটের মধ্যে লঞ্চ হল, 5000mAh ব্যাটারির সাথে রয়েছে ডুয়েল ক্যামেরা
মোটোরোলা (Motorola) আজ (৩১ আগস্ট) চুপিসারে ইউরোপের বাজারে উন্মোচন করেছে তাদের E-সিরিজের নতুন হ্যান্ডসেট, Moto E22s। এই স্মার্টফোনটি গত মার্চ মাসে লঞ্চ হওয়া Moto G22-এর একটি টোন-ডাউন সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এতে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ ও বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া, Moto E22s ৪ জিবি র্যাম ও MediaTek Helio G37 চিপসেটের সাথে এসেছে। আসুন এই নবাগত মোটো ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
মোটো ই২২এস-এর দাম এবং লভ্যতা (Moto E22s Price and Availability)
ইউরোপের মোটো ই২২এস-এর দাম ১৫৯ ইউরো (প্রায় ১২,৬৫০ টাকা)। হ্যান্ডসেটটি ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু-এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে, ভারত সহ অন্যান্য দেশের বাজারগুলিতে মোটো ই২২এস লঞ্চ করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
মোটো ই২২এস-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Moto E22s Specifications and Features)
মোটো ই২২এস ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের সাথে এসেছে। এই পাঞ্চ-হোল ডিসপ্লেটি ৭২০ x ১,৬০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট দ্বারা চালিত। এতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মোটো ই২২এস-এর স্টোরেজ সম্প্রসারণও করতে পারবেন ব্যবহারকারীরা৷ এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Moto E22s-এর ব্যাক প্যানেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ-সেন্সিং ইউনিট সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto E22s-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও বর্তমান। সবশেষে, এই মোটো ফোনটির পরিমাপ ১৬৩.৯৫ x ৭৪.৯৪ x ৮.৪৯ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৫ গ্রাম।