Moto G72 4G আগামী মাসেই বাজারে আসছে, 5000mAh ব্যাটারি সহ থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা

By :  techgup
Update: 2022-08-27 09:14 GMT

জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Motorola-র একটি ফোনকে কিছুদিন আগে XT2255 মডেল নম্বর-সহ FCC সার্টিফিকেশন সাইটে দেখা যায়। এটি Moto G72 4G নামে বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) থেকে ছাড়পত্র লাভ করেছে। এই ফোনটি সেপ্টেম্বরে এদেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগে জনপ্রিয় টেক পাবলিকেশন Pricebaba তাদের রিপোর্টে এই হ্যান্ডসেটটির ফিচার সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে।

ফাঁস হল Moto G72 4G এর ফিচার (Moto G72 4G features leak)

প্রাইসবাবা তাদের রিপোর্টে বলেছে, মোটো জি৭২ ৪জি-তে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট ব্যবহার করা হবে। আবার হ্যান্ডসেটটি ৬ ও ৮ জিবি র‌্যামের সঙ্গে আসবে এবং এটি ৪ জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যানশন অফার করতে পারে। এছাড়া মোটো জি৭২ ৪জি ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও এটির রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ০.২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

এর আগে FCC লিস্টিং থেকে জানা গেছে যে, মোটো জি৭২ ৪জি ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, এই হ্যান্ডসেটটির কোড নেম ‘ভিক্টোরিয়া’ এবং এর ভারতীয় ভার্সনের মডেল নম্বর হতে পারে XT2255-2। এছাড়া মোটো জি৭২ ৪জি সম্পর্কিত আর কোনো তথ্য সামনে আসেনি।

জানিয়ে রাখি, Motorola আগামী ৭ সেপ্টেম্বর Motorola Edge 30 Ultra, Edge 30 Fusion এবং Edge 30 Lite ডিভাইস তিনটি ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে। আশা করা যায়, এই Edge সিরিজের ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলি আত্মপ্রকাশের পরেই Moto G72 4G হ্যান্ডসেটটি বাজারে আসবে।

Tags:    

Similar News