68W ফাস্ট চার্জিং ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে মোটোরোলার নতুন ফোন Moto S50
Moto S50 ফোনটি শীঘ্রই Motorola Edge 50 Neo হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে ফোনটিকে এখন Geekbench বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে।
মোটোরোলা সম্প্রতি গ্লোবাল মার্কেটে Motorola Edge 50 Neo স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা 1.5কে রেজোলিউশনে P-OLED ডিসপ্লে, MediaTek Dimensity প্রসেসর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে৷ এই একই ডিভাইসটি চীনে Moto S50 হিসাবে লঞ্চ হবে বলে জানা গেছে। লঞ্চের আগে ফোনটিকে এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
Moto S50 উপস্থিত হল Geekbench ডেটাবেসে
XT2409-5 মডেল নম্বর সহ মোটো এস50 হ্যান্ডসেটটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে হাজির হয়েছে। লিস্টিং অনুসারে, ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসরে চলবে, যা ইতিমধ্যেই মোটোরোলা এজ 50 নিও ফোনে ব্যবহৃত হয়েছে। চিপসেটটি গ্রাফিক্সের জন্য, মালি-জি615 এমসি2 জিপিইউ-এর সাথে যুক্ত এবং 12 জিবি র্যাম সহ এটির সর্বোচ্চ ক্লক স্পিড 2.50 গিগাহার্টজ।
এছাড়া মোটো এস50 ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্প্রতি ফাঁস হয়েছে। জানা গেছে যে এটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর10+ এর জন্য সাপোর্ট সহ 6.36 ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে।
ডিভাইসটির MediaTek Dimensity 7300 চিপসেট এলপিডিডিআর4এক্স র্যাম এবং ইউএফএস 2.2 স্টোরেজের সাথে যুক্ত হবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto S50 হ্যান্ডসেটে 4,400 এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য, Moto S50 মডেলের রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। হ্যান্ডসেটটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং।