নজরকাড়া ডিজাইন সঙ্গে দুর্ধর্ষ ফিচার্স, বাজার কাঁপাতে এই তারিখে Moto Edge 40 Neo-র লঞ্চ

Update: 2023-09-08 13:11 GMT

মোটোরোলা (Motorola) বর্তমানে ভারত এবং গ্লোবাল মার্কেটে একাধিক স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি বিশ্ববাজারের জন্য Motorola Edge 40 Neo মডেলটিকে টিজ করা শুরু করেছে। লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি সম্প্রতি ভারতে Moto G84 5G এবং Moto G54 5G লঞ্চ করেছে৷ সম্প্রতি Edge 40 Neo ফোনের ৩৬০ ডিগ্রি ভিডিও থেকে ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে৷ এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে Edge 40 Neo-এর ব্যাটারির ক্ষমতা এবং ফাস্ট চার্জিং ক্যাপাসিটি প্রকাশ করেছে। এবার মোটোরোলার রোমানিয়ান শাখা আগামী ১৪ সেপ্টেম্বর একটি নতুন প্রোডাক্ট লঞ্চের কথা জানিয়েছে। টিজারটি ইঙ্গিত দেয় যে, ওই দিন Moto Edge 40 Neo লঞ্চ হতে চলেছে।

Moto Edge 40 Neo শীঘ্রই বাজারে আসতে চলেছে

মোটোরোলা দ্বারা শেয়ার করা লেটেস্ট টিজারটিতে #findyouredge - হ্যাশট্যাগটি দেখা গেছে। এটি নিশ্চিত করে যে কোম্পানিটি তাদের আসন্ন এজ ৪০ নিও স্মার্টফোনকে টিজ করছে। টিজার ভিডিও থেকে জানা গেছে যে, এই মোটো ফোনে ডুয়েল-রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। আসন্ন স্মার্টফোনটি এজ ৪০ সিরিজের সবচেয়ে সস্তা মডেল হবে বলে অনুমান করা হচ্ছে। টিজারটি নিশ্চিত করেছে যে, স্মার্টফোনের নীচে একটি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে অবস্থান করবে।

শোনা যাচ্ছে যে, সেপ্টেম্বরের শেষ নাগাদ মোটোরোলা গ্লোবাল মার্কেটে মোটো এজ ৪০ নিও লঞ্চ করবে। ফাঁস হওয়া ৩৬০ ডিগ্রি ভিডিও থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে৷ এই নয়া ফোনটি ব্ল্যাক বিউটি, ক্যানেল বে এবং সুথিং সি কালার অপশনে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

আবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) নিশ্চিত করেছে যে, Motorola Edge 40 Neo-এ ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটিকে এর আগে Moto G84 5G স্মার্টফোনের সাথে সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গিয়েছিল। যা বাণিজ্যিক নাম এবং মডেল নম্বর নিশ্চিত করেছে।

এছাড়াও, ৯১মোবাইলস গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটে স্মার্টফোনটিকে স্পট করেছে, যা এর চিপসেটের বিবরণ সামনে এনেছে। Moto Edge 40 Neo-তে MediaTek Dimensity 1050 প্রসেসরটি ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে, টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন যে ইউরোপের মার্কেটে এই ডিভাইসটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৩৯৯ ইউরো (আনুমানিক ৩৫,৬০০ টাকা)। টিপস্টারের মতে, মটোরোলা ভারতেও এই স্মার্টফোনটিকে লঞ্চ করতে পারে।

Tags:    

Similar News